মুখ বদলাচ্ছে গৌরীর, সিরিয়ালের মুখ‍্য চরিত্রে এবার জ‍্যাসমিন, মোহনা কি জায়গা হারালেন?

বাংলাহান্ট ডেস্ক: যারা বাংলা সিরিয়ালের নিয়মিত দর্শক তাদের পছন্দের তালিকায় ‘গৌরী এলো’ (Gouri Elo) থাকবে না এমনটা হতেই পারে না। মাত্র কয়েক মাস হল জি বাংলায় শুরু হয়েছে এই সিরিয়াল। কিন্তু শুরু থেকেই দর্শকদের হৃদয়ের চাবি পেয়ে গিয়েছে গৌরী ঈশান। দুই সম্পূর্ণ ভিন্ন মেরুর মানুষ এক অদৃশ‍্য সুতোয় বেঁধে ফেলেছে দর্শকদের। আর তাদের ভালবাসার প্রকাশ ঘটছে টিআরপি তালিকাতেও। চ‍্যানেল টপারের তকমা পর্যন্ত ছিনিয়ে নিয়েছে গৌরী।

প্রায় প্রতিটি সিরিয়ালের মতো গৌরী এলোও ট্রোলড হয়েছে বিভিন্ন কারণে। কিন্তু হাসাহাসির জন‍্য টিআরপিতে কোনো হেরফের হয়নি সিরিয়ালের। বরং নবাগতা মোহনা মাইতি যেভাবে প্রথম সিরিয়ালেই এত ভাল অভিনয় করছেন তা দেখে মুগ্ধ দর্শকরাও। যদিও কয়েকজন নিন্দুক অবশ‍্য প্রশ্ন তুলেছেন মোহনার অভিনয় দক্ষতা নিয়ে।

Gouri
এর মধ‍্যেই খবর এল, সিরিয়ালের মুখ‍্য চরিত্রে বদলে যাচ্ছে মুখ‌। এবার থেকে গৌরীর চরিত্রে অভিনয় করবেন জ‍্যাসমিন রথ। ইতিমধ‍্যেই নতুন গৌরীকে নিয়ে প্রোমোও প্রকাশ‍্যে এসে গিয়েছে। তবে কি মোহনার দিন ফুরোলো? আর দেখা যাবে না তাঁকে গৌরীর চরিত্রে?

Gouri 1
জানিয়ে দিই, এমন কোনো সম্ভাবনাই নেই। গৌরীর চরিত্রে এখনো রয়েছেন মোহনাই। তবে জ‍্যাসমিনও অভিনয় করবেন ওই চরিত্রেই। শুধু পার্থক‍্য হল বাংলা ভাষায় নয়, তিনি অভিনয় করবেন ওড়িয়া ভাষায়। আসলে গৌরী এলোর ব‍্যাপক জনপ্রিয়তা লক্ষ‍্য করে এই সিরিয়ালের রিমেক হচ্ছে ওড়িয়া ভাষায়।

https://www.instagram.com/p/Cfs4n2SN8QK/?igshid=YmMyMTA2M2Y=

রিমেক সিরিয়ালটির নাম হবে ‘মা জাহারা সাহা’। গৌরীর নাম বদলে হচ্ছে পার্বতী। মুখ‍্য চরিত্রে রয়েছেন জ‍্যাসমিন। তার বিপরীতে সন্দীপ রাউত। ইতিমধ‍্যে প্রকাশ‍্যে আসা প্রোমোটি হুবহু গৌরী এলোর মতো করেই বানানো। অর্থাৎ সিরিয়ালটিও যে একই গল্প ধরে এগোবে তাতে কোনো সন্দেহ নেই। আগামী ১৮ জুলাই থেকে জি সার্থক চ‍্যানেলে দেখা যাবে মা জাহারা সাহা।

Niranjana Nag

সম্পর্কিত খবর