‘হাওড়া ব্রিজ’এর মোনালিসাকে মনে আছে? কোথায় হারিয়ে গেলেন অভিনেত্রী? রইল এখনকার খোঁজ!

বাংলা হান্ট ডেস্কঃ সালটা ২০০৮-০৯ হবে। তখনও স্মার্ট ফোনের এতখানি রমরমা হয়নি। ‘দিনভর হুল্লোড়’ বলতে অনেকেই বুঝতেই তখন সঙ্গীত বাংলাকে। বিশেষত ‘হাওড়া ব্রিজে’র জনপ্রিয়তা ছিল তখন দেখার মতো। এই শো সঞ্চালনা করে ব্যাপক খ্যাতি পেয়েছিলেন মোনালিসা পাল (Monalisa Pal)। পরবর্তীতে তিনি পা রাখেন টেলিভিশন দুনিয়ায় (Bengali Serial)। যদিও গত বেশ কয়েক বছর ধরে অভিনয় দুনিয়ায় দেখা যাচ্ছে না তাঁকে। কোথায় হারিয়ে গেলেন এই সুন্দরী অভিনেত্রী?

টেলি অভিনেত্রী-সঞ্চালিকা (Bengali Serial) মোনালিসা এখন কী করেন?

খোলা চুল, মিষ্টি হাসির মাধ্যমে অগুনতি মানুষের মন জয় করে নিয়েছিলেন মধ্যমগ্রামের এই মেয়ে। তরুণীদের কাছে স্টাইল আইকন হয়ে ওঠার পাশাপাশি বহু পুরুষের ‘হৃদয়হরণ’ও করেছিলেন তিনি। সঞ্চালনার হাত ধরে জনপ্রিয়তা পাওয়ার পর অভিনয় দুনিয়ায় পা রাখেন মোনালিসা। জিৎ, কোয়েল মল্লিক অভিনীত ‘সাত পাকে বাঁধা’ ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। সেই সঙ্গেই বহু জনপ্রিয় বাংলা ধারাবাহিকেও দেখা গিয়েছিল তাঁকে।

আরও পড়ুনঃ ‘ধারাবাহিক অত্যাচার…’, এবার ঋষি কৌশিকের ‘মুখোশ’ খুললেন স্ত্রী! চরম পদক্ষেপ দেবযানীর!

‘বোঝেনা সে বোঝেনা’, ‘দীপ জ্বেলে যাই’, ‘আজ আড়ি কাল ভাব’ সহ বেশ কিছু সিরিয়ালে অভিনয় করেছিলেন মোনালিসা। তবে স্টার জলসার ‘কে আপন কে পর’ ধারাবাহিকে (Bengali Serial) খলনায়িকা তন্দ্রার চরিত্রে অভিনয় করে বাংলার প্রায় প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে যান তিনি। একটা সময় ‘তন্দ্রা’ নামেই তাঁকে চিনতেন সিরিয়ালপ্রেমীরা।

Bengali serial actress Monalisa Pal

বেশ কয়েক বছর ধরে অবশ্য অভিনয় জগতে দেখা যাচ্ছে না মোনালিসাকে। আসলে ২০১৮ সালে দীর্ঘদিনের প্রেমিক বিশ্বজিৎ সরকারের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন অভিনেত্রী। বছর দুয়েক আগে পুত্র সন্তানের জন্ম হয়েছে। আপাতত স্বামী, সংসার নিয়েই ব্যস্ত ‘হাওড়া ব্রিজ’ (Howrah Bridge) সঞ্চালিকা।


শোনা যায়, ছেলেবেলা থেকে বিশ্বজিৎকে চিনতে মোনালিসা। একই জায়গায় প্রাইভেট টিউশনও পড়তেন। তবে হাইস্কুলে আলাদা হয়ে যান তাঁরা। লন্ডনে পড়তে চলে যান বিশ্বজিৎ। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এই মুহূর্তে আইটি-তে কর্মরত তিনি। এদিকে মোনালিসা অভিনয় জগৎ থেকে দূরে সরে থাকলেও তাঁর জনপ্রিয়তা কিন্তু এখনও অটুট। আজও তাঁর কামব্যাকের অপেক্ষায় দিন গুনছেন অনুরাগীরা।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর