‘জীবনসাথী’র পর নতুন রূপে ফিরছেন ‘কে আপন কে পর’ ধারাবাহিকের প্রধান নায়ক সায়ন

বাংলা হান্ট ডেস্ক : বাংলা সিরিয়াল (Bengali Serial) মানেই বিনোদনের ডেলি ডোজ। প্রত্যেক বছর কত সিরিয়াল (Bengali Serial) যায় আর আসে! কিন্তু তারই মাঝে এমন কিছু মেগা সিরিয়াল (Bengali Serial) থাকে যা শেষ হওয়ার পরেও ভুলতে পারেন না দর্শক। জি বাংলার পর্দায় সম্প্রচারিত দর্শকদের পছন্দের এমন একটি সিরিয়াল ছিল ‘জীবন সাথী’ (Jiban Sathi)। দুই বোন প্রিয়ম আর ঝিলমের কাহিনী নিয়েই আবর্তিত হয়েছিল সিরিয়ালের গল্প।

‘জীবনসাথী’র পর নতুন বাংলা সিরিয়ালে (Bengali Serial) সায়ন?

সিরিয়ালে প্রিয়মের চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী দিয়া বসু এবং ঝিলমের ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেত্রী শ্রাবণী ভুঁইয়া। পর্দায় প্রিয়মের বিপরীতে নায়ক সংকল্পর ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেতা সায়ন কর্মকার (Sayan Karmakar)। ‘গুড লুকিং’, ‘হ্যান্ডসাম’ এই বিশেষণ গুলো তাঁর নামের অনায়াসেই বসিয়ে থাকেন অনুরাগীরা।

বাংলা সিরিয়ালের ‘নায়ক’ হিসাবে অগণিত মহিলা অনুরাগী রয়েছে এই অভিনেতার। জি বাংলার ‘জীবনসাথী’ সিরিয়ালের আগেও তাঁকে দেখা গিয়েছে ‘জয় কালী কলকাত্তাওয়ালী’ কিংবা ‘কে আপন কে পর’ ধারাবাহিকে। তবে জি বাংলার পর্দায় জীবন সাথী শেষ হওয়ার পর থেকে বেশ অনেকদিন হয়ে গেল জি বাংলা কিংবা স্টার জলসার মত প্রথম সারির বিনোদনমূলক কোনো চ্যানেলেই দেখা যায়নি এই অভিনেতাকে। 

যদিও মাঝের এই সময়ে সায়ন অভিনয় করেছিলেন আকাশ আট চ্যানেলের ‘শ্রেয়সী’ নামের একটি সিরিয়ালে। যদিও অনেকদিন আগেই  এই ধারাবাহিকের সম্প্রচার শেষ হয়েছে টেলিভিশনের পর্দায়। এরই মাঝে এসে গেল এক বড়সড় আপডেট। বহুদিন পর আবার প্রথম সারির বিনোদনমূলক চ্যানেলে ফিরছেন সায়ন। 

আরও পড়ুন : অভিনেত্রী না হয়েও মহালয়ার দুর্গা হওয়ার সুযোগ! কি প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়া খ্যাত পায়েল বসাকের?

কি ভাবছেন স্টার জলসা নাকি জি বাংলা কোন চ্যানেলে ফিরছেন তিনি? আসলে সদ্য এই অভিনেতা এন্ট্রি নিয়েছেন স্নেহাশীষ  চক্রবর্তীর ব্লুজ প্রোডাকশন হাউজের জনপ্রিয় মেগা সিরিয়াল ‘গীতা এলএলবি’তে। স্টার জলসার এই জনপ্রিয় মেগায় একটি ক্যামিও চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। সায়ন অভিনীত এই চরিত্রের নাম অঙ্কিত চ্যাটার্জী। ধারাবাহিকে মেহেকের নায়কের চরিত্রে অভিনয় করছেন তিনি। 

প্রসঙ্গত স্টার জলসার এই জনপ্রিয় মেগায় অভিনয় করার সুযোগ পেয়ে স্নেহাশীষ  চক্রবর্তীকে ধন্যবাদ জানাতে ভোলেননি সাইন। নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে এই সিরিয়ালের মেকআপ রুম থেকেই দুটি ছবি শেয়ার করে নিয়েছেন অভিনেতা। সেখানেই ক্যাপশনে ব্লুজ প্রোডাকশন হাউজের কর্ণধর স্নেহাশীষ  চক্রবর্তীকে নিজের ‘রক্ষাকর্তা’ বলে আখ্যা দিয়েছেন অভিনেতা। 

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর