তুখোড় অভিনয়, দুর্দান্ত গানের গলা! ছোট্ট মিহির গলায় ‘একলা ঘর’ শুনে মুগ্ধ নেটপাড়া

বাংলা হান্ট ডেস্কঃ অনুরাগের ছোঁয়া থেকে কে প্রথম কাছে এসেছি, শিশু শিল্পী ছাড়া অসম্পূর্ণ একাধিক বাংলা মেগা (Bengali Serial)। সোনা, রূপা থেকে মিহি দর্শকদের নয়নের মণি হয়ে উঠেছেন একাধিক খুদে তারকা। পর্দার বাইরেও তাঁদের অনুরাগীর সংখ্যা বেশ আকর্ষণীয়। সম্প্রতি যেমন সমাজমাধ্যমে খুদে মিহির একটি ভিডিও দর্শকদের ব্যাপক প্রশংসা আদায় করেছে।

‘কে প্রথম কাছে এসেছি’র (Bengali Serial) মিহির গলায় গান শুনেছেন?

এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে একটি হল ‘কে প্রথম কাছে এসেছি’। প্রধান নায়িকা মধুবনীর চরিত্রে দেখা যাচ্ছে ‘গৌরী এলো’ খ্যাত মোহনা মাইতিকে। এই মধুবনীর মেয়ের ভূমিকাতেই অভিনয় করছে খুদে শিল্পী রাধিকা কর্মকার। ছোট্ট মিহির চরিত্রে ইতিমধ্যেই সকলের মন জয় করে নিয়েছে সে।

আরও পড়ুনঃ ‘আফসোস নেই তা নয়…’! গুরুত্ব কমছে বাবুউউর মায়ের! ‘নিম ফুলের মধু’ নিয়ে মুখ খুললেন কৃষ্ণা

দুর্গাপুরের মেয়ে রাধিকা বর্তমানে কর্মসূত্রে কলকাতার বাসিন্দা। মাত্র ৪ বছর বয়সেই তাকলাগানো অভিনয়ের মাধ্যমে সকলের মন জয় করে নিয়েছে সে। এবার পর্দার মিহির (Mihi) গানের ট্যালেন্ট নজর কাড়ল সকলের। খুদের গলায় ‘ফসিলস’এর ‘একলা ঘর’ শুনে প্রশংসায় ভরিয়েছেন অনেকে।

Bengali serial Mihi

‘কে প্রথম কাছে এসেছি’র (Ke Prothom Kachhe Eshechi) মিহি সমাজমাধ্যমে বেশ জনপ্রিয়। এই বয়সেই ইনস্টাগ্রামে প্রায় ১৯,০০০ ফলোয়ার রয়েছে তাঁর। ছোট্ট রাধিকার (Radhika Karmakar) ছবি থেকে রিল সবটাই উপভোগ করেন নেটিজেনরা। সম্প্রতি তাঁর গানের একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মাত্র ৪ বয়সে অভিনেত্রীর এত স্পষ্ট উচ্চারণ দেখে অবাক হয়েছেন অনেকে।

 

View this post on Instagram

 

A post shared by RadhikaTales (@radhikatales)


জানা যায়, ছোট্ট রাধিকা আয়নার সামনে দাঁড়িয়ে একা একা অভিনয় করতো। খুদে বয়স থেকেই অভিনয়ের প্রতি অগাধ ভালোবাসা তাঁর। সেই সঙ্গেই নাচ করতেও খুব ভালোবাসে সে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই খুদে টেলি (Bengali Serial) অভিনেত্রী জানান, অভিনয় করতে সে খুব ভালোবাসে। ক্যামেরার সামনে একপ্রকার মজার ছলেই অভিনয় করে সে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর