‘ডোডো’ রূপে পেয়েছিলেন ‘বং ক্রাশ’ তকমা! এবার এই চ্যানেলে নায়ক হয়ে ফিরছেন অর্পণ

বাংলা হান্ট ডেস্কঃ স্টার জলসার ‘মেয়েবেলা’ ধারাবাহিকের (Bengali Serial) ডোডোকে মনে আছে নিশ্চয়ই? এই চরিত্রে অভিনয় করে ‘বং ক্রাশ’ তকমা ছিনিয়েছিলেন অভিনেতা অর্পণ ঘোষাল। অল্প সময়ের মধ্যেই হয়ে উঠেছিলেন দর্শকদের নয়নের মণি। যদিও ‘মেয়েবেলা’ শেষ হওয়ার পর আর ছোটপর্দায় দেখা যায়নি তাঁকে। এবার সেই অর্পণই নতুন ধারাবাহিকের হাত ধরে হাজির হতে চলেছেন দর্শকদের সামনে।

নতুন সিরিয়ালে (Bengali Serial) ফিরছেন ‘ডোডো’ অভিনেতা অর্পণ!

‘মেয়েবেলা’র হাত ধরে অগাধ জনপ্রিয়তা পেলেও কালার্স বাংলার ‘বসন্ত বিলাস মেস বাড়ি’ অর্পণের (Arpan Ghoshal) প্রথম সিরিয়াল। বেশ কিছু ওয়েব সিরিজেও অভিনয় করেছেন তিনি। তবে স্টার জলসার ওই ধারাবাহিকে অভিনয়ের পর অর্পণের কেরিয়ারের মোড় ঘুরে যায়। রাতারাতি জনপ্রিয়তার শিখরে পৌঁছে যান তিনি।

   

এবার শোনা যাচ্ছে, ‘মেয়েবেলা’র (Meyebela) পর একেবারে নতুন রূপে দর্শকদের সামনে হাজির হতে চলেছেন অর্পণ। স্টার জলসা অথবা জি বাংলা নয়, এবার কালার্স বাংলার একটি নতুন ধারাবাহিকে তাঁকে দেখা যাবে বলে খবর। তিন মাসের গল্প নিয়ে এই মেগা তৈরি হবে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুনঃ বলিউডে প্রেগন্যান্সির ‘মরসুম’! আলিয়া, দীপিকা অতীত, এবার ক্যাটরিনাকে নিয়ে ‘সুখবর’ দিলেন ভিকি!

আসন্ন এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করবেন অর্পণ। তাঁর বিপরীতে নায়িকা হিসেবে কে থাকবেন সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। ‘মেয়েবেলা’য় স্বীকৃতি মজুমদারের সঙ্গে অভিনেতার জুটি ব্যাপক হিট হয়েছিল। পরবর্তী ধারাবাহিকে (Bengali Serial) কোন নায়িকার সঙ্গে দর্শকদের প্রিয় ‘ডোডো’ জুটি বাঁধেন সেদিকে নজর থাকবে অনেকের।

Bengali serial actor Arpan Ghoshal

টেলিভিশন, ওয়েব সিরিজে অভিনয় করে সাফল্য পেলেও অর্পণ আসলে নাটকের দুনিয়ার মানুষ। নাট্য মঞ্চে কাজ করতেই বেশি পছন্দ করেন তিনি। ডোডো রূপে তাঁর চোখের চাহনি, তুখোড় অভিনয় মন ছুঁয়ে গিয়েছিল দর্শকদের। খুব অল্প সময়ের জন্য মৌ-ডোডোর প্রেমের সাক্ষী ছিলেন তাঁরা। তবে ধারাবাহিক শেষ হওয়ার পর এতগুলো মাস কেটে গেলেও সেকথা দর্শকদের মনে গেঁথে আছে। অর্পণের আসন্ন সিরিয়াল দর্শকমহলে কেমন ছাপ ফেলে সেটাই এবার দেখার।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর