‘মিঠিঝোরা’ শেষের গুঞ্জনে ছয়লাপ! এবার বিরাট সুখবর দিলেন ‘রাই’ আরাত্রিকা, শুভেচ্ছায় ভরালেন ভক্তরা

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ বিগত বেশ কয়েকদিন ধরেই জি বাংলার ‘মিঠিঝোরা’ শেষের গুঞ্জন শোনা যাচ্ছে। নতুন ধারাবাহিক (Bengali Serial) ‘আনন্দী’র প্রোমো প্রকাশ্যে আসার পর সেই জল্পনা আরও জোরালো হয়েছে। এই নিয়ে বেশ চিন্তায় রয়েছেন দর্শকদের একাংশ। এর মাঝেই এবার বড় সুখবর দিলেন ‘রাই’ অভিনেত্রী আরাত্রিকা মাইতি (Aratrika Maity)।

কী সুখবর দিলেন টেলি (Bengali Serial) অভিনেত্রী আরাত্রিকা মাইতি?

‘মিঠিঝোরা’য় রাইয়ের চরিত্রে অভিনয়ের আগে আরাত্রিকাকে জি বাংলাতেই দেখেছেন দর্শকরা। ‘খেলনা বাড়ি’ সিরিয়ালে (Serial) ‘বেল্ট কাকি’ মিতুলকে এখনও মনে আছে অনেকের। সেই ধারাবাহিক শেষের পর রাই রূপে সকলের সামনে হাজির হয়েছেন অভিনেত্রী।

এদিন সমাজমাধ্যমে এই আরাত্রিকাই একটি বড় সুখবর দিলেন। নিজের নতুন বাড়ির খবর সকলের সঙ্গে শেয়ার করে নিলেন টেলি নায়িকা। ‘মিঠিঝোরা’ (Mithijhora) অভিনেত্রী সদ্য একটি নতুন বাড়ি কিনেছেন। সম্প্রতি সেই বাড়ির গৃহপ্রবেশ ছিল। সেই ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘নিজ হাতে গড়া মোর আপনার বাসা’।

আরও পড়ুনঃ আরজি কর কাণ্ডের জের! ‘দিদি নম্বর ১’ নিয়ে ‘খারাপ খবর’! মন খারাপ দর্শকদের

ছবিতে আরাত্রিকাকে একটি লাল রঙের শাড়িতে দেখা যাচ্ছে। ভক্তি ভরে পুজো করছেন অভিনেত্রী। পাশে রয়েছেন মা-বাবা। এদিন হোম ট্যুর না করালেও হোম যজ্ঞের ছবি শেয়ার করেন নায়িকা। পর্দার রাইয়ের এই পোস্ট দেখে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।

Bengali serial actress Aratrika Maity

কয়েকদিন আগেই ‘মিঠিঝোরা’য় আরাত্রিকার নায়ক সুমন নিজের ফ্ল্যাটে গৃহপ্রবেশ সেরেছেন। এরপর কয়েকদিন যেতে না যেতেই খুশির খবর শোনালেন দর্শকদের প্রিয় রাই। পছন্দের অনস্ক্রিন জুটি পরপর এমন সুখবর দেওয়ায় আনন্দিত হয়েছেন অনেকেই।

 

View this post on Instagram

 

A post shared by Aratrika (@thearatrikaofficial_)


উল্লেখ্য, জি বাংলার ‘মিঠিঝোরা’ এবং ‘খেলনা বাড়ি’র আগে আরও একটি সিরিয়ালে অভিনয় করেছিলেন আরাত্রিকা। সেই ধারাবাহিকের (Bengali Serial) নাম হল ‘অগ্নিশিখা’। তবে মিতুল চরিত্রে অভিনয় ভাগ্য খুলে যায় অভিনেত্রীর। বাংলার ঘরে ঘরে পৌঁছে যান তিনি। সেই সিরিয়াল শেষের পর এক রাই রূপে সকলের ড্রয়িং রুমের অংশ হয়ে উঠেছেন আরাত্রিকা।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X