বাংলা হান্ট ডেস্ক : খুব অল্প দিনেই বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে ব্যাপক জপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি (Aratrika Maity)। এই মুহূর্তে তাঁকে দেখা যাচ্ছে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় বাংলা সিরিয়াল ‘মিঠিঝোড়া’য় (Mithijhora)। প্রধান নায়িকা রাইপূর্ণার (Rai) জীবনের নানান চড়াই-উৎরাই নিয়ে জমে উঠেছে এই ধারাবাহিকের গল্প। শুরু থেকই রাইয়ের জীবনের নানান ঘাত-প্রতিঘাত নিয়ে এগিয়ে চলেছে এই ধারাবাহিকের (Mithijhora) গল্প।
বাংলার সিরিয়ালের সেরা অভিনেত্রী হলেন ‘মিঠিঝোড়া’র (Mithijhora) রাই
টিআরপি তালিকায় নম্বর বাড়ার সাথে সাথেই দিনের পর দিন বাড়ছে রাই-এর ফ্যান ফলোয়িং। লীনা গাঙ্গুলির লেখা জনপ্রিয় এই ধারাবাহিকে (Mithijhora) মাত্র ১৯ বছর বয়সে আরাত্রিকার দুর্দান্ত অভিনয় মন জয় করে নিয়েছে বাংলার সিরিয়ালের দর্শকদের। নিজের অভিনয় গুণেই আরাত্রিকা একের পর হিট বাংলা সিরিয়ালের নায়িকা।
‘মিঠিঝোড়া’র (Mithijhora) আগেই জি বাংলার পর্দায় শেষ হয়েছে আরাত্রিকা অভিনীত আরও এক সুপারহিট মেগা সিরিয়াল ‘খেলনা বাড়ি’। এই ধারাবাহিকে ‘মিতুল’-এর চরিত্রে অভিনয় করেই দর্শকদের মন জিতে নিয়েছিলেন তিনি। তার আগে সানবাংলার ‘অগ্নিশিখা’ ধারাবাহিকে প্রধান নায়িকার চরিত্রে সুযোগ পেয়েছিলেন অভিনেত্রী।
তবে অনেকেই হয়তো জানেন না প্রথম সিরিয়াল করুণাময়ী রানী রাসমণিতে খুবই অল্প সময়ের জন্য পর্দায় দেখা গিয়েছিল তাঁকে। তবে আজ তিনি বাংলা সিরিয়ালের জগতে সফল নায়িকা হলেও তাঁর এই সাফল্যের পথ কিন্তু মসৃণ ছিল না একেবারেই। ঝাড়গ্রামের মেয়ে আরাত্রিকা খুব ছোট থেকেই স্বপ্ন দেখেছিলেন অভিনেত্রী হবেন।
আরও পড়ুন : অভিনয় আর নাচ ছাড়াও নিখুঁত হাতের কাজ! অপরাজিতা আঢ্যর কান্ড থেকে ‘থ’ নেটপাড়া
কিন্তু সে সময় দিনের পর দিন স্টুডিও পড়ায় ঘুরে ঘুরে অডিশন দিয়েও কোন কাজ পাননি তিনি। আর এখন তিনিই বাংলা সিরিয়ালের অন্যতম টপ হিরোইন। এই বয়সে আরাত্রিকার এত পরিণত অভিনয় দেখে বারবার প্রশংসা করেছেন দর্শক। আর এবার মিঠিঝোড়া (Mithijhora) সিরিয়ালের রাই চরিত্রে অভিনয় করেই এবার তিনি পেলেন এক বিশেষ সম্মান।
সম্প্রতি টুডেস স্টোরি নিউজের তরফ থেকে বিনোদন জগতের কলাকুশলীদের জন্য একটি বিশেষ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই বাংলা সিরিয়ালের সেরা নায়িকার পুরস্কার পেয়েছেন আরাত্রিকা। এই সুখবর সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সাথে ভাগ করে নিয়ে অভিনেত্রী লিখেছেন, ‘মিঠিঝোরার জন্য সেরা অভিনেত্রী, ধন্যবাদ টুডেস স্টোরি নিউজ, ধন্যবাদ দর্শকবৃন্দ, ধন্যবাদ জি বাংলা।’