বাংলা হান্ট ডেস্কঃ বাংলা সিরিয়াল (Bengali Serial) মানেই দর্শকদের অত্যন্ত পছন্দের একটি জিনিস। সেই কারণেই তো বিকেল হলে টিভির সামনে বসে পড়েন তাঁরা। পছন্দের সিরিয়াল একদিন মিস হলেই মন খারাপ হয়ে যায় সকলের। তবে এবার সিরিয়ালপ্রেমীদের জন্যই খারাপ খবর! আচমকাই বন্ধ হয়ে গেল সব বাংলা ধারাবাহিকের শ্যুটিং।
বাংলা সিরিয়ালের (Bengali Serial) শ্যুটিং কেন বন্ধ হল?
গত কয়েকদিন ধরেই পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে নিয়ে উত্তাল টলিপাড়া। এবার ফেডারেশনের ‘দাদাগিরি’র বিরুদ্ধে একত্রে রুখে দাঁড়ালেন সিনেমা এবং টেলিভিশনের পরিচালকরা। সোমবার সকাল থেকে অচলাবস্থা দেখে গিয়েছে টালিগঞ্জে। সিনেমার পর এবার সিরিয়ালের (Bengali Serial) শ্যুটিংও বন্ধ করে দেওয়া হল। এদিকে এই খবর প্রকাশ্যে আসতেই চিন্তায় পড়ে গিয়েছেন দর্শকরা।
ইতিমধ্যেই প্রযোজকদের সংগঠনের তরফ থেকে পরিচালকদের পাশে দাঁড়ানোর বার্তা দেওয়া অয়েছে। WATP-র দীর্ঘ বিবৃতিতে পরিচালকদের সৃজনশীল প্রকল্পের ‘ক্যাপ্টেন’ তকমা দেওয়া হয়েছে। সেই সঙ্গেই বলা হয়েছে, ‘আমরা বিশ্বাস করি পরিচালক ছাড়া চলচ্চিত্র নির্মাণ অসম্ভব। সেই কারণে এই সমস্যার সমাধান না হওয়া অবধি আমরা সকল প্রযোজনা কার্যক্রম বন্ধ রাখছি। এটা শুধুমাত্র একটি লস্টিক্যাল চ্যালেঞ্জ নয়। এটি ইন্ডাস্ট্রির সৃজনশীল স্বাধীনতা রক্ষার লড়াই’।
আরও পড়ুনঃ ডিভোর্সের চক্করে পকেট ফাঁকা! পিঙ্কিকে কত টাকা খোরপোষ দিয়েছেন কাঞ্চন? শুনলে ভিরমি খাবেন!
এদিকে প্রযোজকদের সংগঠনের তরফ থেকে এমন বার্তা দেওয়া হতেই নড়েচড়ে বসে ফেডারেশন। এদিন বেলা ১১:৩০ নাগাদ সব সদস্যদের বার্তা পাঠানো হয়। টেকনিশিয়ানদের জানানো হয়, কয়েকজন পরিচালক, প্রযোজক এবং শিল্পী একত্র হয়ে ফেডারেশনকে শেষ করে দিতে চাইছে। টেকনিশিয়ানদের রুজিরুটি কেড়ে নিতে এবং গুপি শ্যুটিংয়ে মান্যতা দিতে চাইছে। এই ‘ষড়যন্ত্র’ এবং মিথ্যে বদনামের প্রতিবাদ স্বরূপ বিকেল ৪টে নাগাদ টেকনিশিয়ান স্টুডিওয় জমায়েতের ডাক দেওয়া হয়েছে।
এদিকে সিরিয়ালের (Bengali Serial) শ্যুটিং বন্ধ হওয়ায় একদিকে যেমন দর্শকরা চিন্তায় পড়েছেন, তেমনই চাপে পড়তে পারে সম্প্রচারকারী চ্যানেলগুলিও। কারণ ধারাবাহিকের ক্ষেত্রে খুব বেশিদিনের ব্যাঙ্কিং এপিসোড থাকে না। আজ কী পরিস্থিতি থাকতে পারে সেই বিষয়ে আঁচ করে রবিবার রাতভর অনেক মেগার শ্যুটিং চলেছে। ছুটির দিনেও ডাবল ইউনিট নিয়ে কাজ করেছেন অনেক পরিচালক।
এদিন সকাল থেকেই স্তব্ধ টালিগঞ্জ। টেকনিশিয়ান স্টুডিও, দাসানি স্টুডিও থেকে এনটিওয়ান স্টুডিও, কোথাও কোনও শ্যুটিং হচ্ছে না। প্রযোজক-পরিচালক-টেকনিশিয়ানদের দ্বন্দ্ব মেটানোর জন্য ইতিমধ্যেই আর্টিস্ট ফোরামের তরফ থেকে মধ্যস্থতার প্রস্তাব গিয়েছে। তবে এখনও অবধি এই বিষয়ে ফেডারেশনের কোনও মন্তব্য মেলেনি বলে খবর।