বাংলা হান্ট ডেস্কঃ বর্তমান সময়ে কোন ধারাবাহিক (Bengali Serial) কতদিন চলবে তা নির্ধারণ করে টিআরপি। সাম্প্রতিক অতীতে কম রেটিংয়ের কারণে একাধিক বাংলা ধারাবাহিক শেষ হতে দেখা গিয়েছে। তাই স্বাভাবিকভাবেই প্রত্যেক সিরিয়ালপ্রেমী মানুষের নজর থাকে বৃহস্পতিবারের ওপর। কারণ এই দিনই প্রকাশিত হয় ধারাবাহিকের ‘রেজাল্ট’। চলতি সপ্তাহেও এর অন্যথা হয়নি। স্টার জলসা নাকি জি বাংলা (Zee Bangla), এই সপ্তাহের বেঙ্গল টপারের আসন দখল করল কোন চ্যানেলের মেগা?
টিআরপি তালিকায় বাজিমাত করল কোন কোন ধারাবাহিক (Bengali Serial)?
এই সপ্তাহে প্রথম তিনের মধ্যে দু’টি স্থানেই রয়েছে জলসার (Star Jalsha) সিরিয়াল। ৬.৬ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থান দখল করেছে প্রতীক সেন এবং রত্নপ্রিয়ার ‘উড়ান’। অন্যদিকে ৬.৭ পেয়ে দ্বিতীয় হয়েছে ‘কথা’। গত সপ্তাহের মতো এই সপ্তাহেও বেঙ্গল টপারের সিংহাসন ধরে রেখেছে সৃজন-পর্ণার ‘নিম ফুলের মধু’। তবে আসন খোয়াতে হয়েছে ‘ফুলকি’কে। চলুন দেখে নেওয়া যাক প্রথম দশে স্থান করে নিল কোন কোন সিরিয়াল।
আরও পড়ুনঃ TRP তালিকায় ঝড় তুলতে আসছে ‘অমর সঙ্গী’! স্লট ঘোষণা জি বাংলার, এবার বন্ধ হচ্ছে কোন মেগা?
TRP-তে সেরা ১০ বাংলা ধারাবাহিকের তালিকা
প্রথম- নিম ফুলের মধু (৭.০)
দ্বিতীয়- কথা (৬.৭)
তৃতীয়- উড়ান (৬.৬)
চতুর্থ- শুভ বিবাহ/ফুলকি (৬.৫)
পঞ্চম- কোন গোপনে মন ভেসেছে (৬.৩)
ষষ্ট- জগদ্ধাত্রী (৬.২)
সপ্তম- গীতা এলএলবি (৬.১)
অষ্টম- বঁধুয়া (৬.০)
নবম- অনুরাগের ছোঁয়া (৫.৫)
দশম- মিঠিঝোরা (৫.২)।
এদিকে চলতি সপ্তাহেই সম্প্রচারিত হবে ‘তোমাদের রানী’র অন্তিম পর্ব। এই ধারাবাহিকের (Bengali Serial) রেটিং ৪.৩। অন্যদিকে এবারও স্লট পায়নি জি বাংলার নতুন সিরিয়াল ‘পূবের ময়না’। জি বাংলার আর একটি নতুন ধারাবাহিক ‘মালা বদল’এর টিআরপি ৩.৪। অন্যদিকে ‘ডায়মন্ড দিদি জিন্দাবাদ’ পেয়েছে ৪.৯।