সুধার সামনে ফেল জ্যাস! পর্ণা-ফুলকি কত পেল? চমকে দেবে এবারের TRP তালিকা

বাংলা হান্ট ডেস্কঃ বৃহস্পতিবার মানেই বাংলা সিরিয়ালের (Bengali Serial) ‘রেজাল্ট’ বেরনোর দিন। জি বাংলা না স্টার জলসা, কোন চ্যানেল বেঙ্গল টপারের শিরোপা দখল করল তা জানা যায় এদিন। এবার যেমন টিআরপি তালিকায় বাজিমাত করেছে ‘শুভ বিবাহ’। নায়ক-নায়িকার বিয়ে দেখাতেই হু হু করে বেড়েছে এই মেগার পয়েন্ট।

বেঙ্গল টপার হল কোন ধারাবাহিক (Bengali Serial)?

স্টার জলসার (Star Jalsha) পর্দায় সদ্য পথচলা শুরু হয়েছে তেজ-সুধার। গত সপ্তাহে চতুর্থ স্থান অর্জন করেছিল ‘শুভ বিবাহ’। তবে এই সপ্তাহে নায়ক-নায়িকার বিয়ে দেখিয়ে বাজিমাত করেছে এই মেগা। বিয়ের আসরে তেজ জানতে পেরেছে সুধা ডিভোর্সী। এক ঝটকায় ভেঙে খানখান হয়ে গিয়েছে তার বিশ্বাস। উত্তেজনায় ভরপুর এই ট্র্যাক দেখিয়ে টিআরপি তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেছে এই সিরিয়াল।

   

অন্যদিকে গত সপ্তাহে সিংহাসন হারালেও এই সপ্তাহে দুর্দান্ত কামব্যাক করেছে জি বাংলার (Zee Bangla) ‘নিম ফুলের মধু’। ৭.১ পয়েন্ট সহ বেঙ্গল টপারের আসন দখল করেছে তারা। যদিও একা নয়, ‘ফুলকি’র সঙ্গে যৌথভাবে প্রথম হয়েছে এই সিরিয়াল। জি বাংলার দুই ধারাবাহিকেরই প্রাপ্ত পয়েন্ট ৭.১।

আরও পড়ুনঃ ভাঙছে যীশু-নীলাঞ্জনার সংসার? এবার বিরাট ‘কাণ্ড’ বাঁধালেন বড় মেয়ে সারা! তোলপাড় টলিপাড়া

TRP তালিকায় তৃতীয় স্থানে রয়েছে জলসার ‘কথা’। তাদের প্রাপ্ত পয়েন্ট ৬.৩। যৌথভাবে চতুর্থ স্থান দখল করেছে ‘রোশনাই’ এবং ‘কোন গোপনে মন ভেসেছে’ (৬.২)। অন্যদিকে ৬.১ নম্বর সহযোগে পঞ্চম স্থান দখল করেছে প্রতীক সেনের ‘উড়ান’।

Bengali serial Neem Phooler Madhu Shubho Bibaho

  • এক নজরে সেরা ১০ ধারাবাহিকের TRP তালিকা

প্রথম- নিম ফুলের মধু, ফুলকি (৭.১)

দ্বিতীয়- শুভ বিবাহ (৬.৭)

তৃতীয়- কথা (৬.৩)

চতুর্থ রোশনাই, কোন গোপনে মন ভেসেছে (৬.২)

পঞ্চম- উড়ান (৬.১)

ষষ্ঠ- অনুরাগের ছোঁয়া, জগদ্ধাত্রী (৫.৯)

সপ্তম- গীতা এলএলবি (৫.৭)

অষ্টম- বঁধুয়া (৫.৩)

নবম- হরগৌরী পাইস হোটেল, মিঠিঝোরা (৪৫ মিনিট) (৪.৭)

দশম- ডায়মন্ড দিদি জিন্দাবাদ (৪.৫)

স্টার জলসার নতুন ধারাবাহিক (Bengali Serial) ‘শুভ বিবাহ’ টিআরপি তালিকায় কামাল দেখালেও, জি বাংলার ‘মালা বদল’ এবং ‘পূবের ময়না’ তেমন ভালো পয়েন্ট আনতে পারেনি। ৪৫ মিনিট সম্প্রচারিত হয়েও ‘মালা বদল’এর পয়েন্ট মাত্র ৩.২। অন্যদিকে ‘পূবের ময়না’ ৩-এর গণ্ডিও টপকাতে ব্যর্থ।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর