‘জব উই মেট’-এর গীতের নকল করছে ঝিল্লি! শুরুতেই ট্রোলিং, কি প্রতিক্রিয়া ঋতব্রতার?

বাংলা হান্ট ডেস্ক: স্টার জলসার (Star Jalsha) নতুন বাংলা সিরিয়াল (Bengali Serial) ‘তেঁতুলপাতা’ (Tentulpata)।  ইতিমধ্যেই টেলিভিশনের পর্দায় সম্প্রচার শুরু হয়ে গিয়েছে এই ধারাবাহিকের। আর প্রথম পর্বেই রানিং ব্রাইডকে দেখে সোশ্যাল মিডিয়ায় উপচে পড়েছে দর্শকদের প্রতিক্রিয়া। তবে সকলেই যে অভিনেতা গৌরব চ্যাটার্জী (Gourab Chatterjee) এবং অভিনেত্রী ঋতব্রতা দে’র (Ritobrota Dey) এই ধারাবাহিক দেখে প্রশংসা করেছেন তেমনটা কিন্তু নয়।

বাংলা সিরিয়াল (Bengali Serial) ‘তেঁতুলপাতা’ নিয়ে কি বলছেন ‘ঝিল্লি’ ঋতব্রতা দে?

তাই এই মুহূর্তে তেঁতুলপাতা দেখে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আসলে স্টার জলসার জনপ্রিয় বাংলা ধারাবাহিক (Bengali Serial) ‘তোমাদের রাণী’ শেষ হয়ে যাওয়ার পর এই সিরিয়ালটি (Bengali Serial) তার জায়গা নেওয়ায় মোটেই খুশি হননি ‘দুর্যানী’ ভক্তরা। তাই তাঁরা একপ্রকার মুখ ফিরিয়ে নিয়েছে পর্দার ঝিল্লি চৌধুরী আর ঋষির থেকে।

প্রসঙ্গত জি বাংলার পর্দায় অষ্টমী ফ্লপ হওয়ার পর আবার তেঁতুলপাতা সিরিয়ালের হাত ধরেই ছোটপর্দায় কামব্যাক করেছেন ঋতব্রতা। অন্যদিকে ছোট পর্দায় দর্শক গৌরবকে শেষবার দেখেছেন স্টার জলসার ‘গাঁটছড়া’ ধারাবাহিকে। তবে নতুন এই মেগা সিরিয়াল নিয়ে দারুন উচ্ছ্বসিত খোদ অভিনেত্রী  ঋতব্রতা নিজেই।

আরও পড়ুন: আর চলবে না টোটো! ১৫ আগস্টের পর নতুন নিয়ম চালু করছে প্রশাসন

এপ্রসঙ্গে সম্প্রতি হিন্দুস্তান টাইমস বাংলায় দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছেন, ‘প্রচণ্ড এক্সাইটেড। এই চরিত্রটা একদম আমার মতো। অষ্টমী শেষ হওয়ার একমাসের মধ্যেই আমি আবার সেটে ফিরেছি। এতদিন যেসব চরিত্র করেছি তার থেকে একদম আলাদা ঝিল্লি। প্রচণ্ড কথা বলে, প্রচণ্ড জলি। সব মিলিয়ে দর্শকদের প্রতিক্রিয়ার জন্য মুখিয়ে আছি’।

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

প্রসঙ্গত তেঁতুলপাতা সিরিয়ালের প্রোমো দেখে দর্শকরা বলিউডের আইকনিক সিনেমা ‘জব ইউ মেট’-এর ট্রেনের দৃশ্যের সঙ্গে মিল পেয়েছিলেন। যা নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হয়েছেন অভিনেত্রী। এপ্রসঙ্গে অভিনেত্রীর সপাট জবাব, ‘এটার জন্য আমি আর্শীবাদধন্য বলেই নিজেকে মনে করছি। লোকের যে আমাকে দেখে গীতের কথা মনে পড়েছে এটাই বড় প্রাপ্তি। নিঃসন্দেহে খানিকটা ব্যাপার তো রয়েছে, গীতের মতোই ঝিল্লিও প্রচণ্ড কথা বলে, খুব জলি একটা মেয়ে। ঝিল্লির জীবনেও ভালো-লাগা, খারাপ-লাগা সবটা রয়েছে। এগুলো দর্শক যখন এপিসোডগুলো দেখবে, আসতে আসতে বুঝতে পারবে’।

পর্দায় ঝিল্লি পালিয়ে বিয়ে করতে আগ্রহী। কিন্তু বাস্তবে বিয়ে নিয়ে ঋতব্রতার কী প্ল্যান? এপ্রসঙ্গে হাসিমুখেই অভিনেত্রী জানান, ‘আমার খুব সাধারণ বিয়ে করার ইচ্ছে রয়েছে। রানিং শাদি-র পথে হাঁটব না। তবে হ্যাঁ, অ্যারেঞ্জ নয় আমি লাভ ম্যারেজে বিশ্বাসী’।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর