বাংলা হান্ট ডেস্কঃ গত বছর আগস্ট মাসে শুরু হয়েছিল শ্যুটিং। এই বছর আগস্টে শেষ হচ্ছে ‘তোমাদের রানী’র (Tomader Rani) সফর। ‘তেঁতুলপাতা’র স্লট ঘোষণার সঙ্গেই জানা যায় দুর্জয়-রানীর মেগা হতে চলেছে। ইতিমধ্যেই সমাজমাধ্যমে উঠতে শুরু করেছে প্রতিবাদের সুর। স্টার জলসা (Star Jalsha) বয়কটের ডাকও তুলেছেন অনেকে। এসবের মাঝেই বিদায়বেলায় সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের কাছে মুখ খুললেন পর্দার দুর্জয় তথা অভিনেতা অর্কপ্রভ (Arkaprovo Roy)।
‘তোমাদের রানী’ (Tomader Rani) শেষের আগে আবেগপ্রবণ দুর্জয়!
অভিনেতা জানান, গত এক বছর খুব ভালো সময় কেটেছে। ‘তোমাদের রানী’র এই সফরে বেশ কিছু ভালো বন্ধু পেয়েছেন। অর্কপ্রভ বলেন, ‘আমরা যে কাজেই যাই, সেখানেই বন্ধু পাই। কাজ শেষের পর বন্ধুত্বে দূরত্ব আসে, তবে আবার দেখা হলে পুরনো স্মৃতিগুলো ভিড় করে আসে। সেগুলোর অপেক্ষা থাকব। ফের কবে দেখা হবে আর পুরনো জিনিসগুলো মনে করে হাসাহাসি করব’।
স্টার জলসার এই ধারাবাহিকের (Bengali Serial) অন্যতম ইউএসপি হল দুর্জয়-রানী রসায়ন। পর্দায় মাখোমাখো রসায়ন হলেও বাস্তবে অর্কপ্রভ থেকে অভিকা অনেকটাই ছোট। ধারাবাহিক শেষের আগে ‘পুঁচকি হিরোইন’ প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘বয়সের ফারাক বোঝা না যাওয়ার জন্য শুরুতেই মেকআপ আর কস্টিউমকে ক্রেডিট দিতে হবে। কেউ বুঝতেই পারেনি অভিকা কতটা ছোট। অভিকারও বাহবা প্রাপ্য। কারণ নিজের সফরে ও নিজেকে এতখানি তৈরি করতে পেরেছে যাতে বোঝা না যায় যে ও কতটা বাচ্চা, নিজের ওই কাজে ও সফল। অভিকা রোজ কিছু না কিছু শেখে এবং অভিনয়ের মধ্যে সেটা কাজে লাগায়। ও প্রত্যেকদিন উন্নতি করেছে, আমি হয়তো অতটাও পারিনি’।
আরও পড়ুনঃ TRP নেই! বাংলা সিরিয়ালের সেরা নায়ক হলেন এই অভিনেতা, নামটা দেখলে বিশ্বাস হবে না!
অর্কপ্রভ বলেন, অভিকার বয়সটাই এমন। তিনিও এই বয়সে নতুন কিছু শিখলে সেটাকে আরও ভালো করার চেষ্টা করেছেন। পর্দার রানী এই তাগিদ ওকে প্রচুর সাহায্য করেছে এবং আগামীদিনেও করবে বলে মত অভিনেতার।
শুরু থেকে টিআরপি তালিকায় কামাল দেখাচ্ছে ‘তোমাদের রানী’ (Tomader Rani)। বর্তমানে রেটিং কিছুটা কমলেও স্লট হাতছাড়া হয়নি। তা সত্ত্বেও শেষ হচ্ছে সিরিয়াল। আক্ষেপ হচ্ছে কিনা জিজ্ঞেস করায় অর্কপ্রভ বলেন, ‘এক বছর ধরে কাজ করছি, সেটা শেষ হচ্ছে তাই আক্ষেপ তো একটা রয়েছেই… তবে যা শুরু হয়েছে তা শেষ হবেই। এটা কোনও না কোনও দিন শেষ হবে সেটা আমি জানতাম। আজ না হলে কাল হবে। আমার মনে হয়, ভীষণ সুন্দর একটা জায়গায় শেষ হচ্ছে’।
শীঘ্রই শেষ হতে চলেছে ‘তোমাদের রানী’র (Tomader Rani) সফর। এরপর কী প্ল্যান পর্দার দুর্জয়ের? ছোটপর্দা, ওটিটি নাকি অন্য কোনও মাধ্যমে দেখা যাবে অভিনেতাকে? জবাবে অর্কপ্রভ বলেন, ‘আমি কিচ্ছু জানি না। কাল সকালে উঠে আমি কী খাব সেটাই জানি না। কেরিয়ারের আগামী পদক্ষেপ নিয়ে আমি কিছু বলতে চাই না। ব্রহ্মাণ্ড যে দিকে নিয়ে যাবে আমি সেই পথেই চলব’।