গৌরী-জগদ্ধাত্রীর যুগলবন্দিতে বোল্ড আউট গাঁটছড়া-ধুলোকণা, দৌড়ে ফিরল ‘মিঠাই’! রইল টিআরপি তালিকা

বাংলাহান্ট ডেস্ক: দূর্গাপুজো শেষ, আবার টেলিভিশনের সামনে ফিরবে সবাই। সিরিয়ালগুলির টিআরপি (TRP) মাঝে কমে গেলেও এখন আবার দর্শকরা ফিরতে শুরু করেছেন প্রিয় চ‍্যানেল, প্রিয় সিরিয়ালে। এ সপ্তাহে একদিন পিছিয়ে এসেছে টিআরপি তালিকা। দূর্গাপুজোর আগে শেষ তালিকায় বড়সড় চমক দেখা গিয়েছিল। পুজোর পরে প্রথম তালিকাতেও রইল সারপ্রাইজ।

অনেক সিরিয়ালেরই স্থান ওলটপালট হয়েছে। পুরনো কিছু সিরিয়ালের টিআরপি আগের থেকে অনেকটাই কমে গিয়েছে। বরঞ্চ নতুন সিরিয়ালগুলি তুলনামূলক ভাল ফল করছে। এ সপ্তাহে দুরন্ত ফল করে প্রথম স্থানে উঠে এসেছে জি বাংলার ‘গৌরী এলো’। ভাল ফলও করেছে সিলিয়ালটি, ঝুলিতে পুরেছে ৮.২।

Trp Gouri elo
সবথেকে বড় চমক এসেছে দ্বিতীয় স্থানে। তাবড় সিরিয়ালকে টেক্কা দিয়ে দু নম্বরে উঠে এসেছে জি এর একেবারে নতুন সিরিয়াল ‘জগদ্ধাত্রী’। প্রাপ্ত নম্বর ৭.৩। মাত্র কয়েক দিনেই যে গতিতে এগোচ্ছে সিরিয়ালটি তা দেখে অনেকেই মনে করছেন, দুই থেকে একে উঠতে বেশি সময় লাগবে না জগদ্ধাত্রীর।

তিন নম্বরে জায়গা ধরে রেখেছে স্টার জলসার ‘গাঁটছড়া’। জগদ্ধাত্রীর থেকে মাত্র ১ পয়েন্টই কম পেয়েছে এই সিরিয়াল। সেই সঙ্গে সঙ্গে এতদিন ধরে রাখা স্লট লিডারের তকমাও হারিয়েছে খড়ি ঋদ্ধিরা। চার নম্বরে ৭.১ নম্বর নিয়ে রয়েছে ‘ধুলোকণা’। তবে এ সপ্তাহে একটা বড় সুখবর হল, আবারো পঞ্চম স্থানে উঠে এসেছে ‘মিঠাই’। নতুন সদস‍্যের আগমনে টিআরপি বেড়েছে মিঠাইয়ের।

Trp 1
দুটি চ‍্যানেলের পুরনো সিরিয়ালগুলির তুলনায় নতুন সিরিয়ালগুলি ভাল টিআরপি তুলেছে। ব‍্যতিক্রম উড়ন তুবড়ি, বোধিসত্ত্বর বোধবুদ্ধি এবং গোধূলি আলাপ। পুজোর পরে কোন সিরিয়াল শেষ হয় এবার সেটা দেখার অপেক্ষা।

রইল সেরা দশের টিআরপি তালিকা-
গৌরী এলো- ৮.২ (প্রথম)
জগদ্ধাত্রী- ৭.৩ (দ্বিতীয়)
গাঁটছড়া- ৭.২ (তৃতীয়)
ধুলোকণা- ৭.১ (চতুর্থ)
মিঠাই- ৬.৭ (পঞ্চম)
আলতা ফড়িং, লক্ষ্মী কাকিমা সুপারস্টার- ৬.৪ (ষষ্ঠ)
সাহেবের চিঠি- ৬.২ (সপ্তম)
মাধবীলতা, অনুরাগের ছোঁয়া- ৬.১ (অষ্টম)
খেলনা বাড়ি- ৬.০ (নবম)
নবাব নন্দিনী- ৫.৪ (দশম)

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর