কুনুইয়ের গুঁতো হোক কিংবা কুনজর! বাস্তব অভিজ্ঞতা নিয়ে সরব টলি অভিনেত্রীরা

বাংলা হান্ট ডেস্ক : আর জি কর কান্ড (RG Kar Incident) নিয়ে সরব বাংলা সিরিয়ালের (Bengali Serial) নায়িকারাও। ‘তিলোত্তমা’র (RG Kar Incident) এই অকাল মৃত্যু রাজ্যসুদ্ধ সবাইকে যেন এক করে দিয়ে দিয়েছে। প্রতিবাদে সামিল হয়ে সমবেত কন্ঠে সবাই বলছেন, ‘আয় আরো বেঁধে বেঁধে থাকি’। কলকাতার (Kolkata) রাজপথে তো বটেই সেই সাথে প্রতিবাদের ঝড় বয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতেও। মেয়েদের সাথে প্রতিদিন-প্রতিমুহূর্তে যে ধরনের অত্যাচার হয়ে থাকে তারই বিরুদ্ধে সরব হচ্ছেন সকলেই।

কি বলছেন বাংলা সিরিয়ালের (Bengali Serial) অভিনেত্রীরা?

প্রশ্ন উঠেছে আজকের দিনে দাঁড়িয়েও একটা মেয়ে কতখানি নিরাপদ এই শহরে? একজন স্বাধীনচেতা মেয়ে রাতবিরেতে কেনইবা রাস্তাঘটে  বেরোতে পারবে না? প্রতিটি মেয়ে যে কোন না কোনদিন কোনো না কোনো ভাবে শ্লীলতাহানির শিকার হয়েছেন তা এক বাক্যে স্বীকার করবেন যে কোন মেয়ে।  এই একই অভিজ্ঞতার শিকার হয়েছেন বিনোদন জগতের সাথে যুক্ত অভিনেত্রীরাও। ব্যক্তিগত জীবনে এমনই নানান অভিজ্ঞতার কথা এই সময় ডিজিটালের সাথে ভাগ করে নিয়েছেন টলি পাড়ার তথা বাংলা সিরিয়ালের (Bengali Serial) জনপ্রিয় অভিনেত্রীরা।

সুস্মিতা দে

Susmita 1

এই তালিকায় প্রথমেই রয়েছেন ষ্টার জলসার জনপ্রিয় বাংলা সিরিয়াল (Bengali Serial) ‘কথা’ অভিনেত্রী সুস্মিতা দে। অশ্লীল আচরণ থেকে কুনজর সম্পর্কে নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করে অভিনেত্রী বলেছেন, ‘এমন ঘটনা যে আমার সঙ্গে ঘটেনি তা নয়। তবে সেই ম্যাচিওরিটি ছিল যে সবটা নিজের হাতে সামলে নিতে পারব।’ সেইসাথে অভিনেত্রী বলেছেন এই একই অভিজ্ঞতা শুধু তাঁর একার নয় কমবেশি প্রায় সকলেরই হয়েছে। তাই সবাইকে এই সমস্যাগুলো নিজের মতো করেই হ্যান্ডেল করার পরামর্শ দিয়ে প্রত্যেকের মধ্যেই একটা দুর্গা, কিংবা মা কালী থাকতে হবে বলে জানিয়েছেন সুস্মিতা।

অরিজিতা মুখোপাধ্যায়

Arijita 3

প্রতিক্রিয়া জানিয়েছেন ‘নিম ফুলের মধু’ সিরিয়ালের অভিনেত্রী অরিজিতাও। একেবারে ছোট থেকেই মেয়েদের আত্মসুরক্ষার প্রশিক্ষণ নেওয়ার কথা বলেছেন তিনি। সেইসাথে গুড টাচ, ব্যাড টচের প্রসঙ্গ টেনে এনে অরিজিতা বলেছেন, ‘আসলে আমাদের একটা বয়সের কথা মনে পড়ে, যেখানে বাবা-মায়েরা আমাদের গুড টাচ, ব্যাড টাচ শেখাবেন তার আগেই হয়তো এমন কোনও ঘটনা আমাদের সঙ্গে ঘটেছে যা আমরা গিয়ে বলেছি সকলকে। এটা সবচেয়ে লজ্জাজনক একটি বাচ্চার সবচেয়ে কাছের কেউই হয়তো এমন কাজ করছে তার সঙ্গে’।

আরও পড়ুন :  ‘জ্যান্ত দুর্গা’কে হত্যার প্রতিবাদ! মুখের ওপর সরকারি অনুদান ফেরালেন মহিলা পুজো কমিটি

সেইসাথে তিনি বলেছেন, ‘একটা ছেলের সঙ্গেও হয়তো এমনটা ঘটে, তবে মেয়েদের সঙ্গে প্রতিদিন-প্রতিমুহূর্তে। অটোর সামনে বসে গুঁতো খাওয়া থেকে শুরু করে, বাসে কলেজ যাওয়ার সময় কেউ একটা ছুঁয়ে ফেলবে। এগুলো এত দেখেছি যে আজ আজ বলার ভাষা নেই।’

তনুশ্রী সাহা

Tanushree 1

একই সুর অভিনেত্রী তনুশ্রী সাহার গলাতেও। তাঁর কথায়, ‘গোটা দেশ থেকে শুরু করে সকলে সোচ্চার। কোথাও কেউ সুরক্ষিত নয় বলা চলে।’ এরপরেই নিজের সাথে ঘটে যাওয়া একটি ঘটনার অভিজ্ঞতা শেয়ার করে নিয়ে অভিনেত্রী বলেছেন, ‘আমার সঙ্গে বেশ কিছুদিন আগেই একটা ঘটনা ঘটে যেটা ভাবলে এখনও শিউরে উঠি। একজন অ্যাপ ক্যাব ড্রাইভার যেভাবে আমার উপর চড়াও হয়েছিল, সেটা ভাবতেও পারছি না। সেদিন আমি ভাগ্যক্রমে সামলে নিতে পেরেছি মানে তো এই নয়, সবাই পারবে।’ তাই তনুশ্রীর প্রশ্ন, ‘এমনটা কেন হবে! কেন এত ভয়ে দিন কাটবে সকলের?

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর