বাংলা হান্ট ডেস্ক: বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতের অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন শ্রীমা ভট্টাচার্য (Shreema Bhattacherjee)। বাংলা সিরিয়ালের এই সুন্দরী নায়িকাকে শেষবার দেখা গিয়েছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘গাঁটছড়া’তে দ্যুতির চরিত্রে। এই ধারাবাহিকটি শেষ হওয়ার পর শ্রীমা (Shreema Bhattacherjee) আবার ফিরছেন টেলিভিশনের পর্দায়। তাঁর আসন্ন ধারাবাহিকের নাম ‘বসু পরিবার’ (Basu Paribar)।
এই ধারাবাহিকে শ্রীমা (Shreema Bhattacherjee) অভিনয় করছেন নীলার চরিত্রে। এই এই নীলা চরিত্রটি এমন একটি চরিত্র যে ক্রমশ দেখতে পায় তাঁর পরিবারের সদস্যরা কিভাবে মুখোশ পরে রয়েছে। পর্দার নীলার মতোই শ্রীমাও বাস্তব জীবনে দু’মুখো মানুষদের এড়িয়ে চলতেই পছন্দ করেন। তাই বাস্তবেও অভিনেত্রী এমন বন্ধুত্ব পছন্দ করেন যেখানে কাউকে কোন ভান করতে হয় না।
এপ্রসঙ্গে সম্প্রতি আনন্দবাজার অনলাইনে অভিনেত্রী বলেছেন তাঁর এমন বন্ধুত্ব পছন্দ, যেখানে কাউকেই কোনও ভান করতে হয় না। অভিনেত্রীর নিজের কথায়,’যাঁরা একদম প্রথম থেকে বন্ধু ছিলেন, তখন আমি হয়তো কিছুই হয়ে উঠতে পারিনি, সেই বন্ধুদের আমি এগিয়ে রাখি। এ ছাড়া, আমার অগ্রাধিকার আমার পরিবার।’
প্রসঙ্গত আমাদের চারপাশে এম অনেক মানুষ আছেন যাঁরা শুধু নিজেদের প্রয়োজন মেটাতে আসেন। তাই তাঁদের, প্রয়োজন ফুরোলেই, সেই মানুষটাকে জীবন থেকে মুছে ফেলেন চিরকালের জন্য! সম্প্রতি এপ্রসঙ্গে মুখ খুলেছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য।
আরও পড়ুন: ভালো নেই অরিজিৎ সিং! কি হয়েছে তাঁর? আচমকা দুঃসংবাদ দিলেন গায়ক নিজেই
নিজের বাস্তব জীবনের অভিজ্ঞতা ভাগ করে নিয়েই অভিনেত্রী এদিন বলেছেন,’সময়ের সঙ্গে সঙ্গে বড় হয়ে ওঠার এটা একটা অঙ্গ। অনেককেই বদলে যেতে দেখি। ইন্ডাস্ট্রিতে বা কোচিং-এ পড়তে গিয়ে এমন অনেক বন্ধু দেখেছি যারা হঠাৎ বদলে গিয়েছে।’ সেইসাথে এদিন বাংলা ইন্ডাস্ট্রিতে থাকা বন্ধুদের নিয়ে শ্রীমা এদিন বলেছেন, ‘ইন্ডাস্ট্রিতে এমন বহু বন্ধুত্ব দেখেছি। কাজ শেষ হয়ে গেলেই বন্ধুত্বগুলো নষ্ট হয়ে যায়। আবার কাজ করতে করতেও বন্ধুত্ব নষ্ট হয়ে যেতে দেখেছি।’
একইসাথে শ্রীমা বলেছেন, ‘কে কোন কাজ পাবে তা নিয়ে ঈর্ষার বিষয় তো রয়েছেই। হয়তো, কাউকে বন্ধু ভেবে বিশ্বাস করে অনেক কথা বলে ফেলেছি। পরে সেই কথাগুলিই অন্য কারও মুখ থেকে শুনেছি। বন্ধু থাকার সময় তো এমন আশা করিনি! তবে সৌভাগ্যবশত, এ সব নিয়ে সামনাসামনি কথা কাটাকাটির মতো পরিস্থিতি তৈরি হয়নি, এখনও।’