বাংলা হান্ট ডেস্কঃ লাগবে না প্যাডেল করতে, একবার চার্জ দিলেই চলবে সাতদিন, এমনই অভিনব সাইকেল (bicycle) আবিস্কার করে তাক লাগিয়ে দিলেন জয়ন্ত মণ্ডল। পেশায় শিক্ষক জয়ন্ত মণ্ডল লকডাউনে বাড়িতে বসেই নানা ধরনের গবেষণার কাজ চালিয়ে গেছেন বলেও জানা গিয়েছে।
বীরভূমের (birbhum) কুবিলপুর হাইস্কুলের জীবন বিজ্ঞানের শিক্ষক জয়ন্ত মণ্ডল প্রথম থেকেই বিজ্ঞানের নানা বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করতে পছন্দ করেন। আর এবার তিনি ব্যাটারি চালিত সাইকেল আবিষ্কার করে সকলকে অবাক করে দিলেন। সাইকেলের পিছনের চাকার সঙ্গে লাগানো রয়েছে একটি মোটর, হ্যান্ডেলের ডান হাতের মুঠিটাতে রয়েছে এক্সেলেটর। আর সেটাতে চাপ দিলেই ছুটবে সাইকেল।
এই সাইকেল আবিস্কারের বিষয়ে তিনি জানান, ‘কলেজে পড়ার সময়েই সাধারণ বাই সাইকেল নিয়ে বাজারে ঘুরতাম। আর তখন ভাবতাম, কিভাবে এই সাইকেলের সাহায্যেই কম কষ্টে অনেক বেশি দূর ভ্রমণ করা যায়। এরপর ২৪ ভল্টের লিথিয়াম ব্যাটারি এবং একটি মোটর কিনেই, এই ব্যাটারি চালিত সাইকেল তৈরি করে ফেললাম’।
তিনি আরও জানান, ‘স্কুলে গেলে ছাত্রছাত্রীরা উৎসাহ নিয়ে জানতে চাইলে, তাঁদের সবটা জানাই। এমনকি বাজারে ভিড় করা উৎসুক মানুষদেরকেও জানাই। যে হারে পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, তাতে করে এই সাইকেল অনেক উপকারী হবে। বাজারে এই ধরনের সাইকেলের দাম পড়ে প্রায় ২৮ হাজার টাকা। কিন্তু এটি মাত্র ৮ হাজার টাকায় পাওয়া যাবে। একবার চার্জ হতে ৫ ঘন্টা সময় লাগলেও, তা ৩০ কিলোমিটার চলবে’।
এখানেই শেষ নয়, তাঁর তৈরি ‘সেভ ওয়াটার, সেভ এনার্জি’ মডেল নিয়েও জাতীয় স্তরে প্রতিযোগিতায় অংশ নিয়েছে ছাত্রছাত্রীরা। আবার বাইরের আলো নিভতেই ঘরের আলো জ্বলে ওঠার মত এক আবিস্কারের পথে রয়েছেন বিজ্ঞান শিক্ষক জয়ন্ত মণ্ডল।