টাকার অভাবে ছিনতাই করলো বাংলার যুবকরা

নিজস্ব সংবাদদাতা,নদিয়াঃ টাকার খুব দরকার তাই তিনবন্ধু মিলে টাকা ছিনতাই এর ছক কষা হয়।এরপর অপারেশন করার জন্য বাইক নিয়ে এক ব্যক্তিকে লক্ষ্য করে রাস্তায় দাড়িয়ে থাকা।ঘটনা গত ৩ রা আগস্ট রাতে রোমিও সেখ নামে এক বন্ধন ব্যাংক কর্মী বাড়ি ফিরছিলেন।

সেই সময় নদিয়ার মোহনপুর ১ নম্বর গেটের কাছে ৩ জন ব্যক্তি বাইকে চেপে এসে তার কাছ থেকে ব্যাগটি ছিনতাই করে পালায়। ব্যাগের মধ্যে ছিল ওই ব্যাংক কর্মীর অফিসের ৪৪ হাজার ৮৮৫ টাকা এবং প্রয়োজনীয় নথিপত্র।এরপর ওই ব্যাংক কর্মী রোমিও সেখ হরিনঘাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।পুলিশ অভিযোগ এর ভিত্তিতে তদন্ত শুরু করতেই উঠে আসে ডাকাতি ও ছিনতাই এর মুল পান্ডা সহ তিনজনের নাম।

এরা হলেন জয়প্রকাশ প্রসাদ বাড়ি হরিনঘাটা থানা এলাকায়।বর্তমানে এই জয়প্রকাশ একজন হরিনঘাটা ফার্মের কর্মী এবং তিনিই এইসব কান্ডের মাস্টার মাইন্ড বলে জানাগেছে।শংকর রাম এর বাড়ি কল্যানী চাদামারি এলাকায়।তৃতীয় রাজেশ তিওয়ারি বাড়ি হালিশহর এলাকায়।

গতকাল রাতে হরিনঘাটা থানা এলাকা থেকে গোপন সুত্রে এদের ৩ জনকে পুলিশ গ্রেপ্তার করে।এদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে কিছু নগদ টাকা সমেত একটি মোটর সাইকেল,ও ডাকাতি করার কিছু সারঞ্জাম।

Screenshot 2019 0807 220824পুলিশ আজ ধৃত ওই তিনজনকে কল্যানী আদালতে পাঠায় বলে জানাজায়।


Udayan Biswas

সম্পর্কিত খবর