ছোট্ট এই কিশোরীই কাঁপাচ্ছেন বাংলা সিরিয়াল! টেলিপাড়ার এই প্রতিবাদী অভিনেত্রী কে বলুন তো?

বাংলা হান্ট ডেস্ক : বরাবরই তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে অনুরাগীদের কৌতুহল থাকে একটু বেশিই। এই তালিকা থেকে বাদ যান না বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রীরাও (Shruti Das)। সোশ্যাল মিডিয়ার দৌলতেই তারকাদের জীবনের নানান টুকরো মুহূর্তের ছবি মাঝে মধ্যেই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শ্রুতি দাসের (Shruti Das) ছোটবেলার ছবি

সেখানেই মাঝে মধ্যেই  ভাইরাল হয়ে ওঠে জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের ছোটবেলার ছবিও। সম্প্রতি তেমনি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বাংলা সিরিয়ালের এক জনপ্রিয় অভিনত্রীর ছোটবেলার ছবি। একটা সিরিয়ালে অভিনয় করেই রাতারাতি ভাগ্যের চাকা ঘুরে গিয়েছিল তাঁর। বর্তমানে তিনি ইন্ডাস্ট্রির অন্যতম প্রতিবাদী মুখ-ও  বটে।

একটা সময় গায়ের রঙের জন্য ট্রোলিং-এর মুখেও পড়তে হয়েছিল এই অভিনেত্রীকে। আর আজ তিনি কলকাতার নামী অভিনেত্রীদের মধ্যে একজন।  একটা সময় কাটোয়ার মতো ছোট শহর থেকে উঠে আসা এই অভিনেত্রীকে অভিনয় জগতে নিজের জায়গা পাকা করতে কঠিন লড়াই করতে হয়েছিল। হ্যাঁ ঠিকই ধরেছেন এখানে কথা হচ্ছে বাংলা সিরিয়ালের ‘রাঙা বউ’ শ্রুতি দাসকে (Shruti Das) নিয়ে।

সম্প্রতি নিজের ছোটবেলার পুরনো দিনেই হারিয়ে গিয়েছিলেন অভিনেত্রী (Shruti Das)। কাটোয়ার বাড়িতেই বান্ধবীর সাথে কাটানো ছোটবেলার একটি ছবির সাথে এখনকার একটি ছবির কোলাজ করে নিয়ে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন শ্রুতি। ছবিতে ছোট্ট শ্রুতিকে দেখে চেনা যাচ্ছে না একেবারেই। আজ থেকে ১৪ বছরের পুরনো একটি ছবিতে দেখা যাচ্ছে বাড়ির মেঝেতেই দুজন বাচ্চা মেয়ে বসে আছেন। তাঁদের মধ্যে একজনের পরনে সাদা-আকাশি স্কার্ট আর একজন পরে আছেন নীল জিন্স টপ। সাদা-আকাশি স্কার্ট পরা মেয়েটিই বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি দাস।

আরও পড়ুন :‘শ্রাবন্তী, কোয়েল তো আর জুটবে না!’ নীল চোখ ভিলেন সুমিত গাঙ্গুলির গলায় আক্ষেপের সুর

আর পাশেই বসে আছেন শ্রুতির ছোটবেলার বান্ধবী। সামনে ছড়ানো একগুচ্ছ পলাশ। তখন দুই বান্ধবীরই বয়স ১২ কি ১৩। তখন হয়তো শ্রুতি নিজেও জানতেন না একদিন এতটা জনপ্রিয়তা পাবেন। তবে এবার ২০১০ সালের মতো আবারও সেই একই মুহূর্তের পুনরাবৃত্তি ঘটিয়েছেন অভিনেত্রী। তাই সেই কাছের বান্ধবীর সাথে একই পোজে কাটোয়ার বাড়িতে বসেই একটি ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন শ্রুতি।

প্রসঙ্গত ছোট পর্দায় শ্রুতিকে শেষ বার দেখা গিয়েছিল জি বাংলার ‘রাঙা বউ’ সিরিয়ালে। তবে তারপর থেকে বহুদিন হয়ে গেল এই মুহূর্তে আর ছোটপর্দায় দেখা যাচ্ছে না অভিনেত্রীকে। তবে ইতিমধ্যেই তিনি পা রেখেছেন বড়পর্দায়। কিছু দিন শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় পরিচালিত ছবি ‘আমার বস’-এর শুটিং শেষ করেছেন অভিনেত্রী। তাছাড়া একটি সিরিজেও অভিনয় করবেন শ্রুতি। সব মিলিয়ে এই মুহূর্তে নিজের জীবনকে অনেকটাই গুছিয়ে নিয়েছেন নায়িকা।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর