বাংলাহান্ট ডেস্ক : সামান্য বৃষ্টি হোক কিংবা বর্ষার অঝোর ধারা। বৃষ্টি শেষে রাস্তার কঙ্কালসার চেহারা বেরিয়ে পড়ে আমাদের রাজ্যে। জায়গায় জায়গায় তৈরি হয় খানাখন্দ। সেই খানাখন্দের মধ্যে দিয়ে চলে ঝুঁকির যাতায়াত। এবার সম্প্রতি বিজেপি শাসিত বেঙ্গালুরু রাজ্যের একটি জায়গার রাস্তার কঙ্কালসার দশা ফুটে উঠল। এক তরুণী বাইক নিয়ে যাওয়ার সময় এই রাস্তার ভিডিও করেন। সেই ভিডিও টুইটারে পোস্ট করে তিনি লেখেন “২০০ মিটারের রাস্তায় ৪০ টি গর্ত!”ভিডিওটি পোস্ট করার সাথে সাথে ভাইরাল হয়ে গেছে। নেটিজেনরা জানিয়েছেন, বর্ষার বৃষ্টির ফলে বেঙ্গালুরুর রাস্তার কঙ্কালসার বিকৃত চেহারা বেরিয়ে পড়েছে।
গত বৃহস্পতিবার টুইটারে এই ভিডিওটি পোস্ট করেন এক তরুণী। এর সাথে তিনি বর্ণনা করেন তার “বাইক স্পোর্টস” এর অভিজ্ঞতার কথা। তিনি লিখেন,”২০০ মিটারের রাস্তায় ৪০ টি গর্ত! বেঙ্গালুরু পুর নিগমের কমিশনার আপনি কি কোন মন্তব্য করতে চান?”এর সাথে সাথেই ভিডিওটি রীতিমতো ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
১৪ সেকেন্ডের এই ভিডিওটিতে দেখা যাচ্ছে খানাখন্দে ভরা রাস্তা, তার মধ্যে আবার জল জমে আছে। সেই ভাঙ্গা রাস্তার মধ্যে দিয়ে চলাচল করতে হচ্ছে অটো ,গাড়ি, বাইককে।রাস্তাটিতে এতটাই গর্ত যে বারবার হ্যান্ডেল ঘোরাতে হচ্ছে বাইকের। হেঁটে পথ চলা মানুষের অবস্থা আরো দুর্বিসহ।
Off roading experience in Bengaluru! 40 potholes in a 200m stretch. @bbmpcommr any comments?#potholes #Bengaluru #bengalururains #RoadSafety pic.twitter.com/0ubE08Duun
— ANKITA BANERJEE (@ankitaB06) July 21, 2022
ভিডিওটি দেখে একাংশ দাবি করেছে, ওই তরুণী যে এলাকার ভিডিও পোস্ট করেছেন সেটি হল বেঙ্গালুরুর মারাঠাহাল্লির স্পাইস গার্ডেন লে-আউটের কাছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে এই রাস্তাটি মেরামত করার জন্য ইতিমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে।মহাদেবাপুরার টাস্ক ফোর্সের তরফে টুইটারে বলা হয়, ‘বিষয়টি তুলে ধরার জন্য ধন্যবাদ।’