বাংলা হান্ট ডেস্ক: কলিঙ্গ সুপার কাপে (Kalinga Super Cup) জয়লাভ করার পরে ইতিমধ্যেই লাল-হলুদ শিবির তথা ইস্টবেঙ্গল (East Bengal FC) বোরহা হেরেরাকে ছেড়ে দেয়। তাঁর পরিবর্তে ওই ক্লাব সই করিয়েছে ভিক্টর ভাজকোয়েজকে। পাশাপাশি, বুধবার এই বিষয়টি ক্লাবের তরফে সরকারি ভাবে ঘোষণাও করা হয়েছে। তবে, যেটা সবথেকে উল্লেখযোগ্য বিষয় তা হল ইস্টবেঙ্গলের কাছ থেকে ভারতের জাতীয় দলের ফুল-ব্যাক নিখিল পূজারিকে রীতিমতো ছিনিয়ে নিল বেঙ্গালুরু এফসি।
ইতিমধ্যেই নিখিলের বেঙ্গালুুরুতে যোগদান করার বিষয়টি ক্লাবের তরফে বুধবার নিশ্চিত করা হয়েছে। এমতাবস্থায়, নিখিল তাঁর একাধিক প্রাক্তন সতীর্থদের সাথে বেঙ্গালুরুতে যোগ দিলেন। যাঁদের মধ্যে রয়েছেন চিংলেনসানা সিং, হলিচরণ নার্জারি এবং রোহিত দানুরা। উল্লেখ্য যে, গুরুতর আর্থিক সঙ্কটের কারণে হায়দরাবাদ এফসি-র পক্ষে তাদের অধিকাংশ খেলোয়াড়কেই বেতন দেওয়া সম্ভব হচ্ছে না। যার ফলে মরশুমের মাঝপথেই ওই ক্লাব ছেড়ে খেলোয়াড়রা যেতে বাধ্য হচ্ছেন।
যাঁদের মধ্যে নিখিল পূজারি থেকে শুরু করে চিংলেনসানা ও নিম দর্জির মতো ভারতীয় খেলোয়াড়রা রয়েছেন। পাশাপাশি, প্রধান কোচ কনর নেস্টর ছাড়াও অসওয়াল্ডো অ্যালানিস, জো নোলস, পেটেরি পেনান, ফেলিপ আমোরিমের মতো বিদেশি প্লেয়াররাও এই তালিকায় রয়েছেন। এমতাবস্থায়, এদিকে হিতেশ শর্মা ও নিখিল পূজারির দিকে হাত বাড়িয়েছিল ইস্টবেঙ্গল। সেক্ষেত্রে প্রথমে বাধা হয়ে দাঁড়িয়েছিল ওড়িশা এফসি।
আরও পড়ুন: iPhone থেকে Samsung! কমতে পারে ভারতে তৈরি স্মার্টফোনের দাম, বাজেটের আগেই বড় উপহার কেন্দ্রের
এমনকি, তারা হিতেশ শর্মাকে দলেও নিয়ে নেয়। এরপর নিখিল পূজারিকে নিয়ে শুরু হয় জোরদার লড়াই। এই ডিফেন্ডারের জন্য ইস্টবেঙ্গলের পাশাপাশি মুম্বই সিটি এফসিও ঝাঁপাতে থাকে। যদিও সেখানে যুক্ত হয় বেঙ্গালুরুও। শেষপর্যন্ত বেঙ্গালুরুকেই নিখিল বেছে নেন। প্রসঙ্গত উল্লেখ্য যে, সম্প্রতি নিখিল পূজারি এএফসি এশিয়ান কাপে খেলেছিলেন। সেখানে তিনি দু’টি ম্যাচে একাদশে থাকলেও তৃতীয়টিতে সিরিয়ার বিরুদ্ধে পরিবর্তে নেমেছিলেন। তবে, ভারত ওই টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকেই ছিটকে গিয়েছিল।
আরও পড়ুন: Jio-Airtel-Vi ব্যবহারকারীরা হন সাবধান! বিপদে ৭৫ কোটিরও বেশি মানুষ, তালিকায় আপনি নেই তো?
এদিকে, বেঙ্গালুরু এফসির তরফে চিঙ্গেলসানা সিংকে আগেই সাড়ে ৫ বছরের চুক্তিতে দলে নেওয়া হয়েছে। শুধু তাই নয়, এটা আইএসএলের ইতিহাসে অন্যতম লম্বা চুক্তি হিসেবেও বিবেচিত হচ্ছে। এবার নিখিল পূজারিও যুক্ত হলেন বেঙ্গালুরুর সাথে। ফলে ইস্টবেঙ্গল লড়াই করেও পেল না নিখিল পূজারিকে। যেটা এই ক্লাবের কাছে একটি বড় ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে।