বাংলা হান্ট ডেস্কঃ আইপিএলের পয়েন্ট টেবিলের নিরিখে ইতিমধ্যেই প্লে-অফে পৌঁছে গিয়েছে ব্যাঙ্গালোর, দিল্লি এবং চেন্নাই। তাই আজকের দিল্লি ব্যাঙ্গালোর ম্যাচ ততখানি গুরুত্বপূর্ণ ছিল না পয়েন্ট টেবিলের জন্য। যদিও বিশাল বড় জয় তুলে নিতে পারলে হয়তোবা কোহলিদের কাছে সুযোগ থাকত দ্বিতীয় স্থানে উঠে আসার। তবে তাও প্রায় মিরাকেল বলা চলে। এদিন এই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত গ্রহণ করেন ব্যাঙ্গালোর অধিনায়ক বিরাট কোহলি।
তবে টসে হারলেও এদিন শুরুটা ভালই করেছিল দিল্লি। একদিকে যেমন ৩১ বলে চারটি বাউন্ডারি এবং দুটি ওভার বাউন্ডারি দিয়ে সাজানো ৪৮ রানের গোছানো ইনিংস উপহার দেন পৃথ্বী শ। তেমনি অন্যদিকে ৩৫ বলে ৪৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন শিখরও। কিন্তু একবার এই পার্টনারশিপ ভাঙতেই কার্যত সমস্যা শুরু হয় দিল্লির জন্য। পন্থ কিম্বা আইয়ার কেউই আজ শেষ পর্যন্ত টিকে থাকে দিল্লিকে বড় স্কোরে পৌঁছে দিতে পারেননি। শেষ পর্যন্ত হেটমায়ারের ২৯ রানের লড়াকু ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৪ রানে পৌঁছায় তারা।
ব্যাঙ্গালোরের হয় এদিন সর্বোচ্চ দুটি উইকেট তুলে নেন মোহাম্মদ সিরাজ। একটি করে উইকেট পান চাহাল, হর্শল এবং ক্রিস্টিয়ান। জবাবে ব্যাট করতে নেমে এদিন ফের একবার ব্যর্থ হন অধিনায়ক কোহলি এবং দেবদূত। নিজের প্রথম স্পেলেই এদিন দুজনকে সাজঘরের পথ দেখান নকিয়া। এরপর ২৬ রানের মাথায় ডিভিলিয়ার্সকে ফিরিয়ে আরসিবিকে আরও বড় ধাক্কা দেন অক্ষর। ফলে ফের একবার সেই ম্যাক্সওয়েলের উপরেই নির্ভর হয়ে পড়ে কোহলি ব্রিগেড। আজ অবশ্য শুরু থেকেই এক প্রান্ত আগলে ছিলেন উইকেটকিপার ব্যাটসম্যান শ্রীকর ভরত। এদিন মাত্র ৩৭ বলে তিনটি চার ও দুটি ছয়ের সাহায্যে নিজের প্রথম আইপিএল হাফ সেঞ্চুরিও পূর্ণ করেন তিনি।
https://twitter.com/RCBTweets/status/1446529793042759680?t=odgARJIE5jGme-8KH-CicQ&s=19
অপরপ্রান্তে ফের একবার ভালো ফর্মে ক্রিজে স্বচ্ছন্দ বিচরণ করছিলেন ম্যাক্সওয়েলও। কিন্তু শেষ ৪ ওভারে ৪৬ রান তুলে নেওয়া যথেষ্ট কঠিন ছিল তাদের জন্যও। তার ওপর ১৯তম ওভারে দুরন্ত বোলিংয়ে মাত্র ৩ রান খরচ করে ফের একবার ম্যাচ দিল্লির অভিমুখে ঘুরিয়ে দেন নকিয়া। ফলত জিততে হলে শেষ ওভারে ব্যাঙ্গালোরের দরকার ছিল ১৫ রান। কিন্তু আজ দিন ছিল শ্রীকর এবং ম্যাক্সওয়েলের। অনভিজ্ঞ আবেশ খানের সামনে আজ দুজনেই ছিলেন মারমুখী ভঙ্গিতে। শেষ পর্যন্ত শেষ বলে ছয় মেরে ব্যাঙ্গালোরকে এই ম্যাচ জিতিয়ে দেন ভরত। সব মিলিয়ে এদিন ৭৮ রানে নট আউট থাকেন তিনি। অন্যদিকে আটটি চার দিয়ে সাজানো ৫১ রানের ইনিংস খেলে নট আউট থাকেন ম্যাক্সওয়েলও।