এখন থেকে ভারতের সঙ্গে নিউজিল্যান্ড-ইংল্যান্ডও থাকবে আমাদের নিশানায়, কড়া হুমকি রামিজ রাজার

বাংলা হান্ট ডেস্কঃ নিউজিল্যান্ডের পরে ইতিমধ্যেই পাকিস্তান সফর বাতিল করেছে ইংল্যান্ডও। কার্যত পুরুষ এবং মহিলা দুই দলেরই পাকিস্তানের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল, কিন্তু কার্যত শেষ মুহূর্তে সিরিজ বাতিল করেছে তারা। নিউজিল্যান্ডের মত এক্ষেত্রে অবশ্য সরাসরি নিরাপত্তার অভাববোধের কথা উল্লেখ করা হয়নি। কিন্তু ইসিবির তরফ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, “ওই দেশে যাওয়া এই মুহূর্তে অত্যন্ত চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং আগামী দিনে দলের ক্রিকেটাররা আরও চাপে পড়তে পারতেন। এমনিতেই দীর্ঘদিন বিভিন্ন নিয়মবিধি মেনে খেলতে খেলতে তাঁরা ক্লান্ত।”

এবার কার্যত এই বিষয়ে মুখ খুলল পাকিস্তান। নিরাপত্তার শব্দের কোন উল্লেখ নেই ইসিবির টুইটে। তাই পাকিস্তানের মতে, সফর বাতিল করার পর এবার ‘অজুহাত’ খুঁজছে ইংল্যান্ড। পিসিবির নবনির্বাচিত প্রধান রামিজ রাজা এ সম্পর্কে বলতে গিয়ে জানান, “আমরা বেঁচে থাকব এবং অবশ্যই একটি রাস্তা খুঁজে বের করবো যা আমরা সবসময় করে থাকি। এটা আমাদের জন্য একটা মিনি রোড ব্লক হতে পারে, কিন্তু আমরা প্রতারিত বোধ করছি। আমরা আইসিসির কাছে এ নিয়ে আওয়াজ তুলব। আশা করি এটা কেবল একটি ঝলক। আমরা এই পরিস্থিতি কাটিয়ে উঠব এবং আবার লড়াইয়ে ফিরব।”

প্রসঙ্গত উল্লেখ্য, কোভিড পরিস্থিতির ঠিক পরেই পরিস্থিতি জটিল হওয়া সত্বেও ইংল্যান্ডের সফর করেছিল পাকিস্তান। ইংল্যান্ডে ফের একবার খেলা শুরু হওয়ার পিছনে বড় ভূমিকা ছিল এই সফরের। অথচ আজ যখন পাকিস্তানের পরিস্থিতি জটিল, তখন কথা দিয়েও ইংল্যান্ডের এভাবে পিছিয়ে যাওয়াকে মোটেই ভালো চোখে দেখছে না পাক ক্রিকেট বোর্ড।

আর সেই কারণে সংবাদমাধ্যমের সামনে বক্তব্য রাখার পাশাপাশি এ বিষয়ে একটি টুইটও করেছেন রামিজ। টুইটে তিনি লেখেন, “ইংল্যান্ডের ওপর আমি হতাশ। কথা দিয়েও কথা রাখলো না তারা। ক্রিকেট বিশ্বের এক অন্যতম সদস্যকে প্রয়োজনের সময় বিপদে ফেলা হল। তবে আমরা ঠিক বেঁচে থাকব। এটা পাকিস্তান ক্রিকেটের জন্য একটা ‘ওয়েক আপ কল’। বিশ্বের সেরা দল হয়ে উঠতে হবে আমাদের। যাতে অন্য দেশ আমাদের বিরুদ্ধে খেলার জন্য মরিয়া হয়ে ওঠে।”

সাথে সাথে একটি ভিডিও বার্তায় রামিজ আরও বলেন, “আগে একটি দল ছিল আমাদের টার্গেট, আমাদের প্রতিবেশী (ভারত), এখন এর সঙ্গে আরও দুটি দল যুক্ত হল, নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড।” একইসঙ্গে পাকিস্তানি সমর্থকদের দলকে আরও বেশি সমর্থন করার আহ্বানও জানান তিনি।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর