খোঁজ পাওয়া গেল সিরাজ ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্পত্তি! তিলোত্তমায় ১৩টি ঐতিহাসিক কামান উদ্ধার

বাংলাহান্ট ডেস্ক : ফের কলকাতার (Kolkata) গর্ভ থেকে উঠে এল ইতিহাস। বাংলার নবাব সিরাজদৌল্লার কামান উদ্ধার হল তিলত্তমার গর্ভ থেকে। নবাবের আমলের একটি কামান উদ্ধার করা হল স্ট্র্যান্ড ব্যাঙ্ক রোডে গঙ্গার পার থেকে। যুগ যুগ ধরে এই অস্ত্রটি চাপা পড়েছিল মাটির নিচে। মাটির নিচ থেকে সম্পূর্ণভাবে সেটি উদ্ধার করা হল বুধবার।

বুধবার দুটি কামান উদ্ধার করা হয়েছে জ্যোতি নগরের কাছে স্ট্র্যান্ড ব্যাঙ্ক রোডে নর্থ পোর্ট পুলিশ স্টেশনের পাশে গঙ্গার পাড় থেকে। এগুলোর মধ্যে একটি নবাব সিরাজউদ্দৌলার ও অন্যটি ব্রিটিশদের। বুধবার মাটির তলা থেকে এই দুটি কামান বের করে আনা হয় অ্যাডমিনিস্ট্রেটর জেনারেল অ্যান্ড অফিসিয়াল ট্রাস্টি অফ ওয়েস্ট বেঙ্গল বিপ্লব রায়ের উদ্যোগে।

কামান বিশেষজ্ঞ অমিতাভ কারকুন বুধবার কামান দুটি উদ্ধারের সময় উপস্থিত ছিলেন সেখানে। উৎসুক জনতাদের আটকাতে উপস্থিত ছিল বিশাল পুলিশ বাহিনী। বিশেষজ্ঞদের দাবি এই দুটি কামান প্রায় ২৫০ বছর ধরে মাটির নিচে চাপা পড়ে ছিল। নবাব সিরাজউদ্দৌলার একটি কামান রয়েছে এতে।

বিশেষজ্ঞরা অনুমান করছেন এই কামানটি শেষবার ব্যবহৃত হয়েছিল ১৭৫৬ খ্রিস্টাব্দে। যে সময় সিরাজ ফোর্ট উইলিয়াম আক্রমণ করেন সেই সময় এটিকে নিয়ে আসা হয়েছিল তৎকালীন সুতানুটিতে। কামানটি মাটির তলা থেকে উদ্ধারের পর বিশেষজ্ঞরা পরীক্ষা করে জানান যে এটিকে ইচ্ছাকৃতভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছিল।

বিশেষজ্ঞদের ধারণা, ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধের পর পরিবর্তিত হয় বাংলার ইতিহাস। সিরাজের পরাজয়ের পর ইংরেজরা ইচ্ছাকৃতভাবে এই কামানটি নষ্ট করে দিতে চেয়েছিল। অন্যদিকে উদ্ধার হওয়া আরও একটি কামান সম্ভবত ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্পত্তি। বিশেষজ্ঞদের ধারণা এই কামানটি ব্রিটিশ নৌ সেনারা ব্যবহার করত।

এতদিন পর্যন্ত যে ব্রিটিশ কামানগুলি উদ্ধার হয়েছে সেগুলির থেকে এটির মডেল সম্পূর্ণ আলাদা। এই কামানটির দৈর্ঘ্য ৭ ফুট। নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ে এই কামানগুলিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। এর আগেও কলকাতার মাটি খুঁড়ে ঐতিহাসিক ১৩ টি কামান উদ্ধার করা সম্ভব হয়েছে। সংরক্ষণের পর সাধারণ মানুষ এই কামানগুলিকে চাক্ষুষ করতে পারবেন।

img 20230706 142244

বিপ্লব রায় গতকাল জানিয়েছেন, যে জুডিসিয়াল মিউজিয়াম ভবিষ্যতে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে সেখানেই রাখা থাকবে এই কামানগুলি। কলকাতার মাটি থেকে উদ্ধার হওয়া ১৩ টি কামান এখানে রাখা থাকবে। সাধারণ মানুষ তা দেখতে পারবেন। যশোর রোডে, দমদম সেন্ট্রাল জেলের পাশ থেকেও নবাব আমলের কামান এর আগে উদ্ধার করা হয়েছিল।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর