১ বা ২ নয়, এবার একসাথে ৯ টি দপ্তর সামলাবেন মুখ্যমন্ত্রী মমতা

বাংলাহান্ট ডেস্কঃ বলতে গেলে ‘দশভূজা’ রূপে এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ১০ টি না হলেও, এবার থেকে একসঙ্গে ৯ টি দফতরের কাজ সামলাবেন মুখ্যমন্ত্রী নিজেই। বরাবরই কাজ প্রিয় মুখ্যমন্ত্রী প্রথম থেকেই কর্মঠ এবং পরিশ্রমী। আগে থেকে কিছু থাকলেও, এবার নিজে থেকেই বেশকিছু কাজের দায়িত্ব কাঁধে তুলে নিলেন মুখ্যমন্ত্রী।

গতকালই রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, এবারে রাজ্যের নতুন অর্থ মন্ত্রী হচ্ছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাঁর সঙ্গে প্রতিমন্ত্রী হিসাবে রয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। সম্প্রতি করোনা আবহ এবং চলতে থাকা বাংলার প্রকল্প, সবটাই নিজের হাতে দেখবেন মুখ্যমন্ত্রী।

Mamata Banerjee 2

 

পাশাপাশি মুখ্যমন্ত্রীর হাতে থাকছে স্বরাষ্ট্র দপ্তর, কর্মীবর্গ ও প্রশাসন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, ভূমি ও ভূমি রাজস্ব, উদ্বাস্তু ও ত্রাণ, তথ্য ও সংস্কৃতি। আবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের প্রতিমন্ত্রী হিসাবে রয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। বরাবরই সংস্কৃতি প্রেমী মানুষ হওয়ায় এই দফতরও রয়েছে মুখ্যমন্ত্রীর হাতে।

আবার উত্তরবঙ্গের প্রতি মুখ্যমন্ত্রীর দুর্বলতাও রয়েছে। এই উত্তরবঙ্গ তাঁর খুবই প্রিয়। ২০১১ সাল থেকে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর সামলাতেন গৌতম দেব। আর তারপর ২০১৬ সাল থেকে সেই দায়িত্ব চলে যায় রবীন্দ্রনাথ ঘোষের কাছে। তবে ২০২১-র নির্বাচনে তাঁরা দুজনেই পরাজিত হওয়ায়, এবার এই দফতরের দায়িত্ব নিজের কাধেই তুলে নিচ্ছেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ ৯ টি দফতরের মধ্যে তাঁর এবারের নতুন সংযোজন উত্তরবঙ্গ উন্নয়ন দফতর এবং অর্থ দফতর।

প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্রের বদলে এবারে নতুন অর্থ মন্ত্রী হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আর উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের প্রতি মন্ত্রী হলেন মালদহের সাবিনা ইয়াসমিন।

Smita Hari

সম্পর্কিত খবর