বাংলা হান্ট ডেস্কঃ করোনা ভাইরাসের কারণে মাঝপথেই আইপিএল বন্ধ করে দিতে বাধ্য হয় বিসিসিআই। মাঝপথে আইপিএল বন্ধ হয়ে গেলেও এই মরশুমে 29 টি ম্যাচ খেলা হয়ে গিয়েছিল। আর এই 29 টি ম্যাচ এর উপর বিচার করেই দর্শকরা জানালেন তাদের পছন্দের অধিনায়ককে অর্থাৎ এই আইপিএলে কোন অধিনায়ক সবচেয়ে বেশি প্রভাব ফেলতে পেরেছে সেটি দর্শকরা ভোটের মাধ্যমে জানালেন।
রোহিত শর্মা:
দর্শকদের বিচারে এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। পাঁচবারের চ্যাম্পিয়ানরা এবার আইপিএলে তেমন একটা প্রভাব বিস্তার করতে পারেনি। আর সেই কারণেই দর্শকদের বিচারে চতুর্থ স্থান পেয়েছেন রোহিত শর্মা। মোট 15.3 শতাংশ ভোট পেয়ে তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা।
ঋষভ পন্থ:
এই আইপিএলে প্রথমবার অধিনায়ক এর ভূমিকায় দেখা গেল পন্থকে। দিল্লি ক্যাপিটালস এর অধিনায়ক ছিলেন তিনি। আট ম্যাচে ছ’টিতে জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ছিল ঋষভের দিল্লি ক্যাপিটালস। তবে দর্শকদের বিচারে অধিনায়ক হিসেবে আরও অনেক কিছু শেখার বাকি পন্থের। সেই কারণে 17.6 শতাংশ ভোট পেয়ে তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ঋষভ পন্থ।
বিরাট কোহলি:
বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই মরশুমে একেবারে অন্যরকম একটা দল হিসাবে আত্মপ্রকাশ ঘটেছে। আইপিএলের ইতিহাস প্রথমবার পরপর চার ম্যাচ জিতেছে আরসিবি। আর সেই কারণেই দর্শকদের বিচারে 29.3 শতাংশ ভোট পেয়ে তালিকায় দ্বিতীয় স্থানে বিরাট কোহলি।
মহেন্দ্র সিং ধোনি:
গত মরশুমে যে দল 7 নম্বরে শেষ করেছিল সেই দল নিয়ে এবার আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করে দেখিয়েছে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আর সেই কারণে দর্শকদের বিচারে এই আইপিএলে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করেছেন সিএসকে অধিনায়ক ধোনি। দর্শকদের বিচারে 37.9 শতাংশ ভোট পেয়ে তালিকায় শীর্ষ স্থানে রয়েছেন ধোনি।