বলিউডকে ছাপিয়ে IMDb-র বছর সেরা ‘কল্কি ২৮৯৮ এডি’, সেরা সিরিজ ‘হীরামান্ডি’! সেরা নায়িকা হলেন কে?

বাংলাহান্ট ডেস্ক : বছর প্রায় শেষ হওয়ার দিকে। এটাই সময় একটু থমকে দাঁড়ানোর, ফেলে আসা গোটা বছরটার দিকে ফিরে তাকানোর। বিনোদনের ক্ষেত্রে ২০২৪ ছিল বেশ ধামাকাদার বছর। বলিউড এবং দক্ষিণী ইন্ডাস্ট্রি মিলিয়ে বেশ কিছু হিট ছবি মুক্তি পেয়েছে চলতি বছরে। তার মধ্যে দর্শকদের বিচারে সেরা (Best Film) হল কোনগুলি? প্রকাশ্যে এল IMDb র সেরা ছবি এবং সিরিজের তালিকা।

২০২৪ এর সেরা ছবি (Best Film) সিরিজ কোনগুলি

যেকোনো ছবি (Best Film) এবং সিরিজের ক্ষেত্রে IMDb রেটিং এর উপরে ভরসা করে থাকেন অনেকেই। রিপোর্ট বলছে, IMDb র রেটিং এর নিরিখে ২০২৪ এর সেরা ছবি (Best Film) ‘কল্কি ২৮৯৮ এডি’ এবং সেরা ওয়েব সিরিজ ‘হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’। চলতি বছরে সেরা দশটি ছবির তালিকায় মিলিয়ে মিশিয়ে রয়েছে হিন্দি এবং তামিল, তেলুগু ছবি।

Best film and series of 2024 according to IMDb

সেরা দশে কোন ছবিগুলি রয়েছে: শীর্ষ স্থান দক্ষিণী ছবির দখলে গেলেও পিছিয়ে নেই বলিউডও। স্ত্রী ২, ভুলভুলাইয়া ৩, সিংঘম এর মতো ছবি (Best Film) রয়েছে সেরা দশে। মোট সাতটি হিন্দি ছবি জায়গা পেয়েছে প্রথম দশের তালিকায়। এছাড়াও রয়েছে তামিল ছবি ‘মহারাজা’ এবং মালয়ালম ছবি ‘মঞ্জুম্মেল বয়েজ’। এ বছরের ভারতের অফিশিয়াল অস্কার এন্ট্রি ‘লাপাতা লেডিজ’ও জায়গা পেয়েছে দশম তম স্থানে।

আরো পড়ুন : কয়েক কোটি টাকার ধাক্কা, আমূল বদলে যাচ্ছে মন্নত! বিশেষ অনুমতির জন্য আবেদন শাহরুখ-গৌরির

ওয়েব সিরিজে কারা হাঁকাল ছক্কা: ওয়েব সিরিজের ক্ষেত্রে সেরার সেরা স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স এবং অ্যামাজন প্রাইম ভিডিও। দুটি থেকেই তিনটি করে সিরিজ জায়গা পেয়েছে সেরার তালিকায়। নেটফ্লিক্স থেকে রয়েছে হীরামান্ডি, মামলা লিগাল হ্যায় এবং দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো এর মতো নন ফিকশন শো। অন্যদিকে প্রাইম ভিডিও থেকে রয়েছে মির্জাপুর, পঞ্চায়েত এবং সিটাডেল: হানি বানি। প্রথম দশে তিনটি ছবি নিয়ে ‘স্ট্যান্ডআউট পারফর্মার’ এর তকমা দখল করেছেন দীপিকা পাডুকোন।

আরো পড়ুন : দুজনের মধ্যে অদ্ভূত মিল, শাহরুখকেই আপন ছেলের মতো ভালোবাসতেন নিঃসন্তান দিলীপ কুমার

উল্লেখ্য, ২০২৪ এর ১ লা জানুয়ারি থেকে ২৫ শে নভেম্বরের মধ্যে যে ছবিগুলি (Best Film) মুক্তি পেয়েছে, তার মধ্যে নূন্যতম IMDb ইউজার রেটিং ৫ থাকা ছবিগুলিই স্থান পেয়েছে সমীক্ষায়। সাইটের মান্থলি ভিউয়ারদের থেকে প্রাপ্ত পেজ ভিউজ থেকেই নির্ধারণ করা হয়েছে সেরার সেরাদের।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর