বাংলা হান্ট নিউজ ডেস্ক: জমে উঠেছে আইপিএল নিলাম। প্রথম বিড থেকেই ফ্রাঞ্চাইজিগুলির মধ্যে চলছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। ইতিমধ্যেই বেশ কিছু বড় ক্রিকেটারকে নিয়ে থাকা কৌতূহল মিটে গিয়েছে দ্রুতই। আবার অনেক তারকা ক্রিকেটার আশ্চর্যজনক ভাবে অবিক্রিত থেকে গিয়েছেন।
এই আইপিএল নিলামে সবচেয়ে কৌতূহল যে ক্রিকেটারকে নিয়ে ছিল তিনি হলেন ডেভিড ওয়ার্নার। তারকা এই ক্রিকেটারকে বলতে গেলে জলের দ্বরে নিজেদের দলে নিয়ে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। তার মতো তারকাকে ৬.২৫ কোটি টাকায় পাওয়া সত্যিই লাভজনক।
আপাতত বিক্রি হওয়া বাকি ক্রিকেটারদের লিস্ট তুলে ধরা হলো:
• হর্ষল প্যাটেলকে ১০.৭৫ কোটি টাকায় কিনলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
• দীপক হুডাকে ৫.৭৫ কোটি টাকায় কিনলো লখনউ সুপার জায়ান্টস
• নীতিশ রানাকে ৮ কোটি টাকায় কিনলো কলকাতা নাইট রাইডার্স
• জেসন হোল্ডারকে ৮.৭৫ কোটি টাকায় কিনলো লখনউ সুপার জায়ান্টস
• দেবদত্ত পাডিকলকে ৭.৭৫ কোটি টাকায় কিনলো রাজস্থান রয়্যালস
• ডোয়েন ব্রাভোকে ৪.৪০ কোটি টাকায় কিনলো চেন্নাই সুপার কিংস
• রবীন উথাপ্পাকে ২ কোটি টাকায় কিনলো চেন্নাই সুপার কিংস
• জেসন রয়কে ২ কোটি টাকায় কিনলো গুজরাট টাইটানস
• মনীশ পান্ডে ৪.৬০ কোটি টাকায় কিনলো লখনৌ সুপার জায়ান্টস
• শিমরন হেটমায়ারকে ৮.৫০ কোটি টাকায় কিনলো রাজস্থান রয়্যালস
• ফাফ দু-প্লেসিসকে ৭ কোটি টাকায় কিনলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
• ডেভিড ওয়ার্নারকে ৬.২৫ কোটি টাকায় কিনলো দিল্লি কেপিটালস
• ডি কককে ৬.৭৫ কোটি টাকায় কিনলো লখনৌ সুপারজায়ান্টস
• বাংলার মহম্মদ শামিকে গুজরাট টাইটানস কিনলো ৬.২৫ কোটি টাকায়
• কাগিসো রাবাদা ৯.২৫ কোটি টাকায় কিনলো পাঞ্জাব কিংস
• ট্রেন্ট বোল্টকে ৮ কোটি টাকায় কিনলো রাজস্থান রয়্যালস
• শ্রেয়স আইয়ারকে ১২.২৫ কোটি টাকায় কিনলো কলকাতা নাইট রাইডার্স
• শিখর ধাওয়ানকে ৮.২৫ কোটি টাকায় কিনলো পাঞ্জাব কিংস
• আর অশ্বিনকে ৫ কোটি টাকায় কিনলো রাজস্থান রয়্যালস
• প্যাট কামিন্সকে ৭. ২৫ কোটি টাকায় কিনলো কলকাতা নাইট রাইডার্স