বাংলা হান্ট নিউজ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্ব শুরু হয়ে গিয়েছে ২২শে অক্টোবর। এই এক সপ্তাহে মোট ১৪টি ম্যাচ আয়োজন করার কথা ছিল। এরমধ্যে বৃষ্টির কারণে ৪টি ম্যাচ বাতিল হয়েছে। তা সত্ত্বেও বেশ কয়েকটি দুর্দান্ত ম্যাচ উপহার দিয়েছে এই টুর্নামেন্ট যা ক্রিকেটপ্রেমীদের রোমাঞ্চিত করেছে। বেশ কিছু ক্রিকেটার অসাধারণ পারফরম্যান্স করে ইতিমধ্যেই নজর কেড়েছেন। তার ওপর ভিত্তি করে দেখে নেওয়া যাক বিশ্বকাপের প্রথম সপ্তাহের সেরা একাদশ কেমন হতে পারে।
কুইন্টন ডি কক: বাংলাদেশ এবং জিম্বাবুয়ের বিরুদ্ধে অত্যন্ত আগ্রাসী ব্যাটিং করেছেন এই দক্ষিণ আফ্রিকান ওপেনার। ইতিমধ্যেই মাত্র দুটি ইনিংসে টুর্নামেন্টে ১০০ রানের গন্ডি অতিক্রম করে ফেলেছেন তিনি।
ডেভন কনওয়ে: এখনও অবধি নিউজিল্যান্ড কেবলমাত্র একটি ম্যাচ খেলেছে এবং আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্যাটিংয়ের জন্য প্রতিকূল পরিস্থিতিতে অসাধারণ ব্যাটিং করেছেন কনওয়ে। টুর্নামেন্ট এগোলে তার ব্যাট থেকে আরও কিছু মনে রাখার মত ইনিংস বেরিয়ে আসবে এমনটা অনেকেই আশা করছেন।
বিরাট কোহলি: অসাধারণ ফর্মে রয়েছেন ভারতের তারকা ব্যাটার। পাকিস্তান এবং নেদারল্যান্ডস, দুই প্রতিপক্ষের বিরুদ্ধেই ব্যাট হাতে অর্ধশতরান করেছেন তিনি। তার এই একাদশে থাকা নিয়ে কোনও প্রশ্ন ওঠার জায়গা নেই।
রিলি রসৌ: বাংলাদেশের বিরুদ্ধে চলতে বিশ্বকাপের প্রথম শতরানটি করেছেন এই দক্ষিণ আফ্রিকান মিডল অর্ডার ব্যাটার। তিনি এই একাদশে এখনো অবধি একজন অটোমেটিক চয়েজ।
মার্কাস স্টোইনিস: এই অজি অলরাউন্ডার ব্যাট হাতে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম অর্থশতরানটি করেছেন। এখনো অবধি তার পারফরম্যান্স অনুযায়ী তার এই একাদশে জায়গা পাকা।
হার্দিক পান্ডিয়া: পাকিস্তানের বিরুদ্ধে তার অলরাউন্ড পারফরম্যান্স ভারতকে ম্যাচ জেতাতে সাহায্য করেছিল। স্বাভাবিকভাবেই তিনি এই একাদশের অংশ হবেন।
সিকান্দার রাজা: টুর্নামেন্টের প্রথম রাউন্ডের প্রতিটি ম্যাচে দলকে নিজের পারফরম্যান্সের মধ্যে দিয়ে ভালো জায়গায় এনে দিয়েছিলেন। সুপার টুয়েলভে পাকিস্তানের বিরুদ্ধে তার দুর্দান্ত বোলিং জিম্বাবোয়েকে একটি ঐতিহাসিক জয় পেতে সাহায্য করেছিল। তিনি এই একাদশের একমাত্র স্পিনার।
স্যাম ক্যারান: টুর্নামেন্টে এখনো অবধি দুই ম্যাচ খেলে ৭ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। ইংল্যান্ডের বোলিং অলরাউন্ডারের ইকোনমি রেটও অত্যন্ত প্রশংসাজনক। এই একাদশে অটোমেটিক চয়েজ
ভুবনেশ্বর কুমার: পাকিস্তানের বিরুদ্ধে অসাধারণ বোলিং করার পর নেদারল্যান্ডসের বিরুদ্ধে পাওয়ার প্লে-তে টানা দুটি ওভার মেডেন দিয়েছিলেন তিনি। দুটি ম্যাচে উইকেটও পেয়েছেন। এইমুহূর্তে নতুন বল হাতে তার চেয়ে ভালো পারফরম্যান্স করার মতো ক্ষমতা খুব কম বোলারেরই রয়েছে বিশ্বকাপে।
মহম্মদ ওয়াসিম: ভারতের কাছে হারার পর জিম্বাবোয়ের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে পাকিস্তান তাকে সুযোগ দিয়েছিল। ওই একটি মাত্র ম্যাচেই অসাধারণ বোলিং করে চার উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারীদের দৌড়ে শামিল হয়ে গিয়েছেন এই পাক তারকা।
অনরিখ নোকিয়া: দক্ষিণ আফ্রিকান এই পেসার দুটি ম্যাচ খেলে পাঁচের কম ইকোনোমি রেট সহ পাঁচটি উইকেট তুলেছেন যার টি-টোয়েন্টি ফরম্যাটে এক কথায় অবিশ্বাস্য পারফরমেন্স। ভুবনেশ্বর কুমারের সাথে এই একাদশে তিনি বল হাতে ওপেন করবেন বোলিং।