অর্থভাগ্য ফেরাতে পারে পুজোর সুপারি, জেনে নিন কিভাবে

Published On:

বাংলাহাণ্ট ডেস্কঃ আমাদের প্রত্যেকের জীবনই নানা সমস্যায় পরিপূর্ন। জ্যোতিষ মতে আমাদের জন্মছক  বা পূর্বজন্মের কোনো কারনে ঘটে  এই সব সমস্যার সূত্রপাত। বিভিন্ন রত্ন ধারন করলে অনেকসময় এই সমস্যার থেকে মুক্তি পাওয়া যায়। কিন্তু অর্থনৈতিক কারনে অনেক সময় এই বহু মূল্য রত্ন আমাদের পক্ষে ধরন করা সম্ভব হয় না। জ্যোতিষ বলে রত্ন ধারন না করতে পারলেও কিছু সাধারন নিয়ম মেনে চললেও এই দুর্ভাগ্যকে রুখে দেওয়া  সম্ভব।

হিন্দু শাস্ত্রে সুপারি একটি অত্যন্ত গুরুত্বপূর্ন সামগ্রি বলে বিবেচিত হয়। হিন্দু পুজায় বিশেষ করে সম্পদের দেবী লক্ষীর  সুপারি খুবই পছন্দের। বিবাহেও পান সুপারি দেবার প্রথা রয়েছে হিন্দু সমাজে। যেখানে টাকা-পয়সা থাকে সেখানে যদি সুপারি রেখে দেওয়া হয় তাহলে পরে দেবী প্রসন্ন হন এবং অর্থবৃদ্ধি ঘটে।

OLYMPUS DIGITAL CAMERA

একটি সবুজ কাপড়ের মধ্যে কিছুটা আতপ চাল, কাঁচা হলুদ এবং সুপারি রেখে ব্যবসার স্থানে রাখা হয় তাহলে ব্যবসায় লাভের পরিমান বাড়বে। এছাড়া সিদ্ধিদাতা গণেশের পুজোতে  সুপারি ব্যবহার করলেও পাবেন শুভ ফল।

আপনি একটি সাদা কাপড়ের ওপর স্বস্তিক চিহ্ন এঁকে তাতে সুপারি ,খানিকটা আতপ চাল এবং কাঁচা হলুদ রেখে ঘরের সদর দরজার উপরে বেঁধে রেখে দিলে সংসারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে এবং আর্থিক উন্নতি ঘটবে । মনে রাখবেন এটি যেন হাতের নাগালের মধ্যে না থাকে । আপনার অর্থনৈতিক অবস্থা যাই হোক না কেন অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে উপযোগী হতে পারে এই উপায়।

 

সম্পর্কিত খবর

X