বাংলা হান্ট ডেস্ক: মেয়েদের সুরক্ষা ও উন্নতিতে বিশেষভাবে সক্রিয়তা আনতে আরও একধাপ পা বাড়ালো বিজেপি। পশ্চিমবাংলার ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ উদ্যোক্তারা দেখা করে এলেন নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী লোকেন্দ্র বাহাদুর চাঁদ এর সাথে। দেশে মেয়েদের নিরাপত্তা ও উন্নতি কার্যে আরও দৃঢ়তা আনার জন্যই এই পদক্ষেপ।
পশ্চিমবাংলার ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ উদ্যোক্তাদের মধ্যে রয়েছেন কনভেনার শ্রীমতি নুপুর ঘোষ ব্যানার্জি, শ্রীমতি সাবিত্রী পান্ডে পান্ডে অম্বালিকা নাগ, রেশমি সরকার, শ্রী অভিষেক পান্ডে এবং সঞ্জয় দাস।
নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে, তাঁকে জানানো হয়, যে ভারতের এই ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ উদ্যোগে সক্রিয় ট্র্যাকার এর মাধ্যমে ব্যবহার করা হচ্ছে সনোগ্রাম যন্ত্রের, যার ফলে দেশের যৌন বিশৃঙ্খলা খানিকটা বন্ধ করা সম্ভব হবে। ভবিষ্যতে এই উদ্যোগকে আরও সক্রিয় করতে ভারতের সক্রিয় করতে ভারতের সঙ্গে হাত মেলালেন নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী, আগামী দিনে সঠিক, সুপরিকল্পিত এবং সুফলপ্রসূত কাজের আশা রাখছেন সকলে।