মোহনবাগানের সবুজ অক্টোপাস বেইতিয়া বললেন দলের জয় আমার কাছে গুরুত্বপূর্ণ, তাই সতীর্থদের দিয়ে গোল করিয়েই আমি খুশি।

জোসেবা বেইটিয়া এই স্প্যানিশ ফুটবলার এই মুহূর্তে মোহনবাগান ফুটবল সমর্থকদের কাছে নয়নের মনি হয়ে উঠেছেন। মোহনবাগান সমর্থকরা ভালবেসে তার নাম দিয়েছেন সবুজ অক্টোপাস, ভালোবাসবেন নাই বা কেন এই মুহূর্তে মোহনবাগানের জয়ের ধারাবাহিকতার অন্যতম প্রধান কান্ডারী হচ্ছেন এই স্প্যানিশ ফুটবলার। মাঝমাঠ থেকে তিনি যে ভাবে খেলা তৈরি করেন এবং তার পাশ থেকেই যে বেশির ভাগ গোল করে মোহনবাগান, সেটা ভালোভাবেই জানেন মোহনবাগান সমর্থকরা।

সাংবাদিক সম্মেলনে এসে বেইটিয়ার প্রশংসা করলেন এই মুহূর্তে আই লিগের সর্বোচ্চ গোলদাতা মোহনবাগানের বস ফ্রান গঞ্জালেজ। তিনি মজার ছলে বেইতিয়াকে বলেন তুমি শুধু আমার মাথায় বল তুলে দিয়ে নিশ্চিন্ত বাকি কাজটা আমাকে করতে হয়, তখনই গঞ্জালেস কে মজার ছলে বেইটিয়া উত্তর দেন আমি পাস না বাড়ালে তুমি আজ সর্বোচ্চ গোলদাতার দৌড়ে থাকতে পারতে না। মোহনবাগান ফুটবলারদের এই খুনসুটিই বলে দিচ্ছে এই মুহূর্তে মোহনবাগান ড্রেসিংরুমের পরিস্থিতি কতটা সুন্দর। এর পেছনে সবচেয়ে বড় অবদান রয়েছে মোহনবাগান কোচ কিবু ভিকুনার।

132641 cdvgrdsvxt 1576078576

এইদিন সাংবাদিক সম্মেলনে বেইটিয়াকে প্রশ্ন করা হয় তাহলে এবার তো মোহনবাগান ট্রফি জিতে গেল, এই প্রশ্নের উত্তরে কোচ কিবু ভিকুনার মতোই সাবধানে পা ফেললেন বেইটিয়া। তিনি বললেন এখনই ট্রফি জয় নিয়ে কিছু বলতে চাই না। আমাদের সামনে এই মুহূর্তে রয়েছে ট্রাও ম্যাচ, এখন সেই ম্যাচের দিকেই পুরোপুরি ফোকাস করতে চাই। একের পর এক ম্যাচ জিতে আমার ট্রফি জয়ের কথা ভাববো, তবে অবশ্যই আমাদের প্রধান লক্ষ্য ট্রফি জেতা। সেই সাথে বেইতিয়ার মুখে শোনা যায় মোহনবাগান সমর্থকদের প্রশংসা। বেইতিয়া বলেছেন যেভাবে মোহনবাগান সমর্থকরা আমাদের সাপোর্ট করে চলেছে তাতে সমর্থকদের জন্য ভালো কিছু করতে চাই সমর্থকদের জন্য এবারের আইলিগ ট্রফি জিততে চায়।


Udayan Biswas

সম্পর্কিত খবর