মাত্র সাত দিনেই বন্ধ হতে চলেছে এয়ারটেল পরিষেবা.. বিস্তারিত জানুন

Published On:

বাংলা হান্ট ডেস্ক : এয়ারটেলে শুরু হল নতুন ব্যবস্থা!ঘোষণা করা হল সাতদিনেই বন্ধ হয়ে যাবে এয়ারটেল পরিষেবা।কারণ এবার থেকে প্রি-পেড প্ল্যান এর পরিষেবা শেষ হয়ে গেলে ইনকামিং কলের সময়সীমা কমিয়ে দেওয়া হল বলে জানাল এয়ারটেল। ফলে আগে যেখানে রিচার্জ শেষ হওয়ার পরও 15 দিনের সময়সীমা পাওয়া যেত ইনকামিং এর ক্ষেত্রে এবার সেটা এখন কমিয়ে সাত দিন হতে চলেছে। অর্থাৎ এয়ারটেল প্রি-পেড প্ল্যানের গ্রাহকের রিচার্জ প্ল্যান শেষ হয়ে গেলে এবার 7 দিনের মাথায় তা রিচার্জ করিয়ে নিতে হবে নইলে আউটগোয়িং- এর পাশাপাশি ইনকামিং পরিষেবা বন্ধ হয়ে যাবে৷

প্রসঙ্গত 2018 তে সিম কোম্পানি গুলি সিদ্ধান্ত নিয়েছিল যে ন্যূনতম 35 টাকা রিচার্জ এর মাধ্যমে সিম গুলিকে বন্ধ হয়ে যাওয়া থেকে রুখবেন।যে কারণে অনেক গ্রাহক তাদের সিম গুলি কে PORT করিয়ে জিওর পরিষেবার মধ্যে অন্তর্ভুক্ত করিয়ে নেন। সেখানে দাঁড়িয়ে এয়ারটেল গ্ৰাহকদের জন্য এল বড়ই দুঃসংবাদ।

গত বছর যেমন এয়ারটেল জারি করেছিল ন্যূনতম রিচার্জ স্কিম। যেখানে আপনাকে এয়ারটেল প্রিপেড প্লানে ব্যালেন্স শেষ হয়ে যাওয়ার 15 দিনের মধ্যে অন্তত 35 টাকা রিচার্জ করতে হতো, না হলে বন্ধ করে দেওয়া হতো আপনার ফোনের ইনকামিং পরিষেবা। আর এবার সেই সময়সীমার মধ্যেই পরিবর্তন ঘটানো হলো।দেখা যায় এই নয়া ঘোষণা কতটা কার্যকর আর গ্ৰাহকদের ওপর কতটা প্রভাব ফেলতে পারে।

সম্পর্কিত খবর

X