এক বছর পরেও বাংলায় হয়নি ই-বাস তৈরির কারখানা! শিল্প সম্মেলনেই স্বাক্ষরিত হয়েছিল মউ

বাংলা হান্ট ডেস্ক: মঙ্গলবার শুরু হয়েছে বিশ্ব বঙ্গ সম্মেলন (BGBS)। এই শিল্প সম্মেলনে একাধিক শিল্পপতি বাংলায় বিনিয়োগের ঘোষণা করেছেন। কিন্তু এরই মধ্যে আলোচনায় উঠে এসেছে মুর্শিদাবাদ (Murshidabad)। এর আগে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে মুর্শিদাবাদে ই-বাস (e-bus) কারখানা তৈরির জন্য মউ স্বাক্ষরিত হয়েছিল। কিন্তু সেই কাজ আর এগোয়নি।

জানা গিয়েছে, এখনও পর্যন্ত একটি ই-বাসও তৈরি হয়নি সেখানে। ফলে ওই জেলার শিল্প ও কর্ম সংস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন মুর্শিদাবাদের ডিস্ট্রিক্ট চেম্বার্স অফ কমার্সের পদাধিকারীরা। এই প্রসঙ্গে সংশ্লিষ্ট সংগঠনের সভাপতি শেখর মারুঠী বলেন, ‘জেলা প্রশাসনিক বৈঠকে আমাদের তরফে প্রস্তাব দেওয়া হয়েছিল। এরপর বিজনেস সামিটে মউ স্বাক্ষরিত হওয়ায় আশার আলো দেখেছিলাম। কিন্তু, এখনও পর্যন্ত তা কার্যকর না হওয়ায় আমরা হতাশ। ক্ষুদ্র ও বৃহৎ শিল্প কলকারখানায় পিছিয়ে রয়েছে মুর্শিদাবাদ।’

আরও পড়ুন: পৈশাচিক! কবর খুঁড়ে ৫ বছরের নাবালিকার মৃতদেহের সঙ্গে যৌনতা, ধৃত মহম্মদ রফিক

উল্লেখ্য, রেজিনগরে ১৮৭ একর জায়গায় শিল্পতালুক গড়ার পরিকল্পনা নিয়েছিল বাম সরকার। এরপর রাজ্যে পরিবর্তন হয়। বর্তমান মুখ্যমন্ত্রী রেজিনগর শিল্প তালুকের উদ্বোধন করে উদ্যোগপতিদের শিল্প গড়ার ডাক দেন। কিন্তু, এখনও পর্যন্ত বিদ্যুৎ বণ্টন দফতর ছাড়া সেভাবে কেউ এগিয়ে আসেননি। মাত্র ৩১ শতাংশ জমি হস্তান্তর হয়েছে। সেখানেই ই-বাস ফ্যাক্টরির উদ্যোগ নিয়েছিল রাজ্য সরকার। ইলেকট্রিক বাস সার্ভিস কম্পানি ই মোবিলিটি প্রাইভেট লিমিটেডের সঙ্গে চুক্ষিও স্বাক্ষরিত হয় গত গ্লোবাল বিজনেস সামিটে। সেই চুক্তি অনুযায়ী ৩ হাজার ৫০০ কোটি টাকা বিনিয়োগ করবে ওই কোম্পানি। চাহিদা অনুযায়ী প্রতি বছরে দেড় হাজার ই-বাস তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এর ফলে জেলায় প্রায় দেড় হাজার কর্মসংস্থান হবে বলেই আশা করা হয়েছিল। কিন্তু বাস্তবে তা হয়নি।

Bus

এই নিয়ে বিরোধীরা তোপ দেগেছেন। দক্ষিণ মুর্শিদাবাদ জেলা বিজেপির (BJP) সাংগঠনিক সভাপতি শাখারভ সরকার বলেন, ‘বিজনেস সামিটের নামে পিকনিক হয়। কাজের কাজ কিছু হয় না।’ কংগ্রেস নেতা তথা প্রাক্তন বিধায়ক মনোজ চক্রবর্তী বলেন, ‘কয়েক বছর ধরে লাখ লাখ টাকা বিনিয়োগের কথা বলা হচ্ছে। আজ পর্যন্ত তা কার্যকর হতে দেখিনি। মুর্শিদাবাদেই মুখ থুবড়ে পড়ে রয়েছে ই বাস তৈরির পরিকল্পনা।’

Monojit

সম্পর্কিত খবর