সাত হাজার ভোটে জিততে পারে প্রিয়াঙ্কা, ভোট কমবে মমতার! ভবিষৎবাণী প্রাক্তন প্রার্থীর

বাংলা হান্ট ডেস্কঃ ৩০ সেপ্টেম্বর সম্পন্ন হয়েছে ভবানীপুরের উপনির্বাচন। আগামীকাল অর্থাৎ ৩ অক্টোবর ভবানীপুর সহ তিন কেন্দ্রের ভোট গণনা। কে জিতবে ইতিমধ্যে তা নিয়ে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। তবে তিনটি কেন্দ্রেই তৃণমূল প্রার্থীদের জয়ে আত্মবিশ্বাসী শাসক দল। বিশেষ করে ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) রেকর্ড ভোটে জিতবেন বলে দাবি করেছেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার পুরপ্রসাশক ফিরহাদ হাকিম।

আর এবার ওই কেন্দ্রে কে জয়ী হবেন, সেটা নিয়ে ভবিষৎবাণী করলেন অভিনেতা তথা ভবানীপুর কেন্দ্রের প্রাক্তন বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। বিজেপির নেতা জানিয়েছেন, ভবানীপুর কেন্দ্রে যদি প্রিয়াঙ্কা টিব্রেওয়াল জয়ী হন, তাহলে ব্যাবধান হবে সাত হাজারের মতন। আর মমতা বন্দ্যোপাধ্যায় জিতলে ব্যাবধান হবে ১৫ হাজারের মতন। রুদ্রনীলের মতে, মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী হলে ওনার ভোট পার্সেন্ট কমবে।

1566913208 rudranil1

ভবানীপুরের একুশের নির্বাচন নিয়ে রুদ্রনীল বলেন, আমি কী ভবানীপুরে সত্যিই হেরেছিলাম? আমার সন্দেহ আছে। উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রে বিজেপির প্রার্থী ছিলেন রুদ্রনীল। সেই সময় তিনি তাঁর প্রতিদ্বন্দ্বী শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে ২৮ হাজার ভোটে হেরে যান।

তৃণমূলে এবারের উপ নির্বাচনে সেই ব্যাবধান আরও বাড়বে দাবি করেছে। তবে ভবানীপুরের ভোট পার্সেন্টেজ শাসক-বিরোধী দুই দলকেই ভাবাচ্ছে। বৃষ্টি আর জলের মধ্যে ভবানীপুরে ভোট পড়েছে মাত্র ৫৭ শতাংশ। আর এই নিয়ে বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কটাক্ষ করে বলেছিলেন, ভবানীপুরের মানুষ চায় না মমতা বন্দ্যোপাধ্যায় জিতুক, আর এই কারণেই তাঁরা ভোট দিতে বের হয়নি। তবে, ভবানীপুরে কার ভাগ্যের শিকে ছিঁড়ছে, সেটা আগামীকালই পরিস্কার হয়ে যাবে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর