বাংলাহান্ট ডেস্ক : রামপুরহাটে বড়শাল পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখের খুনের মামলাও এবার গেল সিবিআইয়ের হাতে। এদিন এমনটাই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
আদালত জানিয়েছে, রামপুরহাট গণহত্যা মামলা এবং ভাদু শেখ হত্যা মামলা পরস্পর সম্পর্কযুক্ত। তাই এই দুটি মামলার তদন্ত একসঙ্গে না হলে আসল অপরাধীদের খুঁজে বের করা সম্ভব নয়৷ এতদিন অবধি শুধুমাত্র রামপুরহাট গণহত্যা কাণ্ডের তদন্তভারই দেওয়া হয়েছিল সিবিআইকে। সেই তদন্ত শুরুও করে দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অন্যদিকে রাজ্যপুলিশের হাতে ছিল ভাদু শেখ হত্যা মামলা। এবার সেই মামলাও আদালতের নির্দেশে গেল সিবিআইয়ের হাতে।
ভাদু শেখের মামলাও সিবিআইয়ের হাতে দেওয়ার জন্য আগেই আবেদন জানিয়েছিলেন আইনজীবীরা। কিন্তু বৃহস্পতিবার অতিরিক্ত সলিসিটর জেনারেল ওয়াইজে দস্তুর বলেন যে, ‘ভাদু শেখের হত্যার পর দশ দিনের বেশি সময় পেরিয়ে গেছে। বেশিরভাগ তথ্য প্রমাণই নষ্ট হয়ে গেছে। এখন সিবিআই তদন্তভার নিয়ে কীই বা করবে?’ কিন্তু শেষ পর্যন্ত এই তদন্তভার নিতে রাজি হয় কেন্দ্রীয় তদন্তকারী দল।
হাইকোর্টের এই রায় প্রসঙ্গে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, ‘কিছু একটা কারনে এতদিন পর্যন্ত সিবিআই ভাদু শেখ খুনের ঘটনার তদন্ত হাতে নিতে চাইছিল না। এখন তাদেরকে পুরো জিনিসটা দেখে একসঙ্গে করতে হবে। একটাকে আরেকটার থেকে আলাদা করা সম্ভব নয়। রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেস দুতরফেই জানানো হয়েছে যে তদন্তে সব রকম সাহায্য করা হবে। এটা নিয়ে রাজনীতি এখন বন্ধ করা হোক। তদন্ত হচ্ছে। পশ্চিমবঙ্গকে উত্তপ্ত করার যে চেষ্টা বিরোধীরা করছে তা বন্ধ করা উচিৎ।’
আদালতের সিদ্ধান্ততে স্বাগত জানিয়েছে বিজেপিও। বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ”আমরা আগেই বলেছিলাম দুটি মামলাতেই সিবিআই তদন্ত হোক। শুধু বগটুইতে তদন্ত হলে এলাকায় যে চক্র কাজ করছে এবং যে বৃহত্তর ষড়যন্ত্র চলছে তা কখনওই সামনে আসবে না। আদালতের নির্দেশকে স্বাগত জানাই।’
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা