পড়ুয়াদের মূল্যবোধ ও ভারতীয় সংস্কৃতি শেখানো লক্ষ্য, গুজরাটে পাঠ্যক্রমে যুক্ত হল ভগবদ্গীতা

বাংলা হান্ট ডেস্কঃ গুজরাটের স্কুলগুলোতে  ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুলে ভগবদ্গীতা পড়ানো হবে। শিশুদের কাছে ভালো মূল্যবোধ ও ভারতীয় সংস্কৃতির পরিচয় দেওয়ার লক্ষ্যে এই কার্যক্রম শুরু করা হয়েছে। ২০২২ -২৩ শিক্ষাবর্ষের প্রথম পর্বে ভগবদ্গীতার শিক্ষাগুলি শিশুদের কাছে ব্যাখ্যা করা হবে এবং শেখানো হবে।

গুজরাটের শিক্ষামন্ত্রী জিতু ভাঘানি জানিয়েছেন, প্রথম পর্যায়ে ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুলগুলিতে এই কর্মসূচি শুরু করা হবে। জিতু ভাঘানি বলেন, স্কুলগুলিতে প্রার্থনার সময় ভগবদ্গীতার শিক্ষা পাঠ করে শোনানো হবে। এছাড়াও, ভগবদ গীতার জ্ঞানের উপর ভিত্তি করে স্কুলগুলিতে অনেক ধরণের কুইজও অনুষ্ঠিত হবে। এছাড়াও শিশুদের মধ্যে গীতা শ্লোক, শ্লোকপূর্তি, বক্তৃতা, প্রবন্ধ, নিত্য, চিত্রা এবং কুইজ প্রতিযোগিতা থাকবে, যার ভিত্তি হবে ভগবদ্গীতা।

শিশুদের মধ্যে গীতার জ্ঞান বিকাশ এবং এর মূল্যবোধ বাড়িয়ে তোলার লক্ষ্যে এই প্রোগ্রামটি শুরু করা হয়েছে। গুজরাট সরকারের এই সিদ্ধান্তকে নির্বাচনের সঙ্গেও যুক্ত করে দেখা হচ্ছে। এবছরের নভেম্বর বা ডিসেম্বরে গুজরাটে নির্বাচন হতে পারে। গুজরাটের বর্তমান বিজেপি সরকারের মেয়াদ এই বছরের ডিসেম্বর মাসে শেষ হচ্ছে, তাই ধারণা করা হচ্ছে যে ডিসেম্বরের মধ্যে রাজ্যে নির্বাচন হতে পারে।

গুজরাটে মোট ১৮২টি বিধানসভা আসন রয়েছে এবং সংখ্যাগরিষ্ঠতার জন্য ৯২টি আসনে জয় হতে হয়। রাজ্যের বর্তমান বিজেপি সরকার গত বিধানসভা নির্বাচনে ৯৯টি আসন জিতেছিল। কংগ্রেস ৭৭টি আসন এবং অন্যরা ৬টি আসন জিতেছিল। গুজরাট বিধানসভায়, ১৩টি আসন তফসিলি জাতির জন্য এবং ২৭টি আসন তফসিলি উপজাতিদের জন্য সংরক্ষিত।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর