বাংলা হান্ট ডেস্কঃ বড় স্বস্তি! আর রাখতে হবে না ন্যূনতম ব্যালেন্স (Minimum Balance )! আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে (Bank Account) ন্যূনতম ব্যালেন্স বজায় না রাখার জন্য আপনাকে কি কখনও জরিমানা দিতে হয়েছে? যদি আপনার উত্তর হয় হ্যাঁ, তবে এখন থেকে আর চিন্তা নেই। ভবিষ্যতে অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স বজায় রাখার আর প্রয়োজন হবে না।
সম্প্রতি অর্থ প্রতিমন্ত্রী ভাগবত কারাড (Bhagwat Karad) ব্যাংক অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স বজায় রাখার বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন “ব্যাংকগুলো স্বাধীন সংস্থা। তাদের বোর্ড আছে যারা শাস্তি মুকুব করার সিদ্ধান্ত নিতে পারে, ন্যূনতম ব্যালেন্স না রাখার জন্য ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ জরিমানা মুকুবের সিদ্ধান্ত নিতে পারে” বলে তিনি জানান।
বিগত সময়ে কেন্দ্রের দিকে জন-ধন অ্যাকাউন্ট খোলার প্রচারের সময়, দেশের প্রতিটি নাগরিকের একটি করে যাতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে সেই প্রচেষ্টা করা হয়েছিল। প্রসঙ্গত জানিয়ে রাখি জনধন অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স বজায় রাখতে কোনও বাধ্যবাধকতা নেই।
সম্প্রতি অর্থ প্রতিমন্ত্রী জম্মু ও কাশ্মীরে বিভিন্ন আর্থিক প্রকল্পের বাস্তবায়ন পর্যালোচনা করতে দুদিনের সফরে কেন্দ্রশাসিত অঞ্চলে রয়েছেন। সেখানে তিনি বলেন জম্মু ও কাশ্মীরের ব্যাঙ্কগুলি গত কয়েক বছরে ভাল কাজ করেছে। সেই প্যারামিটারে তাদের পারফরম্যান্স আরও উন্নত করতেও তিনি নির্দেশ দিয়েছেন। তিনি বলেন ” আমি জম্মু ও কাশ্মীরের ব্যাঙ্কগুলিকে জন ধন যোজনা অ্যাকাউন্টের শতাংশকে জাতীয় গড়ের কাছাকাছি আনতে বলেছি।
তিনি বলেন কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে যথাযথ ব্যাঙ্কিং যোগাযোগ নিয়ে তিনি সন্তুষ্ট। তিনি পাবলিক এবং বেসরকারী ব্যাঙ্কগুলিকে জম্মু ও কাশ্মীরে সম্প্রসারণের কথা বলেছিলেন। ভগবন্ত এবিষয়ে ব্যাংকের আরও শাখা এবং এটিএমের প্রয়োজনীয়তার বিষয়টিও তুলে ধরেন।