ডেবিউয়ের পরের বছরেই বিয়ে! বাবা-মা ফিরেও তাকাননি, ক‍্যামেরার সামনে চোখে জল ভাগ‍্যশ্রীর

বাংলাহান্ট ডেস্ক: নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী ভাগ‍্যশ্রী (Bhagyashree)। বহুদিন হয়ে গেল ক‍্যামেরার সামনে আর দেখা যায় না তাঁকে। কিন্তু এখনো তাঁর সৌন্দর্য, অভিনয়ের ভক্ত বহু মানুষ। বলিউডে খুব বেশি ছবি করেননি ভাগ‍্যশ্রী। তবে তাঁর ডেবিউ ছবি ‘ম‍্যায়নে পেয়ার কিয়া’ বরাবরের মতো ছাপ ফেলতে সক্ষম হয়েছিল দর্শক মনে। এখনো পর্যন্ত ছবিটি একই রকম জনপ্রিয়।

১৯৮৯ সালে মুক্তি পেয়েছিল সলমন খান ও ভাগ‍্যশ্রী অভিনীত ‘ম‍্যায়নে পেয়ার কিয়া’। ইন্ডাস্ট্রিতে পা রেখেই এমন একটা হিট ছবি, সাফল‍্যের সিঁড়িতে তড়তড়িয়ে উঠতে শুরু করেন ভাগ‍্যশ্রী। কিন্তু বছর ঘুরতেই চমক! ১৯৯০ সালেই আচমকা বলা নেই কওয়া নেই, বিয়ের পিঁড়িতে বসে পড়েন তিনি।

4061 bhagyashree recalls salman khans response on being asked to kiss her on lips
হিমালয় দাসানিকে ভালবেসে তাঁকেই বিয়ে করেন ভাগ‍্যশ্রী। কিন্তু বিষয়টা একেবারেই মেনে নিতে পারেননি তাঁদের পরিবার। এমনকি মেয়ের বিয়েতে একবারের জন‍্য মুখও দেখাননি ভাগ‍্যশ্রীর বাবা মা। সম্প্রতি স্টার প্লাসের রিয়েলিটি শো ‘স্মার্ট জোড়ি’তে এসে নিজের বিয়ে নিয়ে মুখ খোলেন প্রাক্তন অভিনেত্রী।

IMG 20220301 121955
শোয়ের মঞ্চে আরো একবার স্বামীর সঙ্গে সাতপাক ঘোরেন ভাগ‍্যশ্রী। পুরনো দিনের কথা মনে করে তিনি বলেন, “আমার বিয়েতে আমার পরিবারের কেউ ছিল না। আমার স্বামীর পরিবারের কেউও আসেননি। আমি যখন আমার মা বাবাকে বলেছিলাম যে আমি ওকে (হিমালয়কে) বিয়ে করতে চাই, ওঁরা মানেননি।”

IMG 20220301 122016
বলতে বলতে চোখ জলে ভরে ওঠে ভাগ‍্যশ্রীর। তবুও তিনি বলে চলেন, “সন্তানদের নিয়ে বাবা মায়ের অনেক স্বপ্ন থাকে এটা ঠিক। তবে সন্তানদের নিজস্বও তো কিছু স্বপ্ন থাকে। বাবা মায়ের উচিত সেই স্বপ্নটাকে বাস্তব করতে দেওয়া কারণ শেষমেষ জীবনটা তো সন্তানদেরই।”

বিয়ে ও স্বামীর সঙ্গে সম্পর্ক নিয়ে কখনোই লুকোছাপা করেননি ভাগ‍্যশ্রী। তিনি বরাবর বলে এসেছেন হিমালয় তাঁর প্রথম প্রেম। তাঁকেই বিয়ে করতে চেয়েছেন এবং করেছেন। কিন্তু এত ভালবাসার মধ‍্যেও এমন একটা সময় এসেছিল যখন তাঁদের সম্পর্কে চিড় ধরেছিল। দেড় বছর আলাদা ছিলেন ভাগ‍্যশ্রী হিমালয়। তবে সেই ফাটল চওড়া হতে দেননি তাঁরা। এখন আবারো একত্রে বলিউডের এই জনপ্রিয় জুটি।

Niranjana Nag

সম্পর্কিত খবর