‘নাচতে নাচতে লুঙ্গির কোচ থেকে বোমা …’ প্রকাশ্যে এল ভাঙড় বিস্ফোরণে আসল কাহিনী

বাংলা হান্ট ডেস্ক: শনিবার শেষ দফার ভোটগ্রহণ। তার আগে আবার রণক্ষেত্র হয়ে উঠলো উত্তর ২৪ পরগনার ভাঙড় (Bhangar)।  বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় শেষ হয়েছে ভোটের প্রচার। তার আগেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের (TMC) সাথে আইএসএফ গোষ্ঠীর সংঘর্ষ আর বোমাবাজিতে (Bombing) উত্তপ্ত ভাঙড়।

যায় ছেড়ে একেবারে থমথমে হয়ে রয়েছে গোটা এলাকা পরিস্থিতি সামাল দিতে গোটা গ্রাম ঘিরে রেখেছে পুলিশ এবং সিআরপিএফ। এই উত্তপ্ত পরিস্থিতিতে ইতিমধ্যেই ভাঙড়ের বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার হয়েছে দুজন। জানা যাচ্ছে, বোমাবাজির ঘটনায় ধৃতদের মধ্যে দুজন আইএসএফ কর্মী। তাদের মধ্যে একজনের নাম শেখ মোয়াজ্জেম এবং আরেকজন হলেন শেখ নাসিরউদ্দিন।

   

শুক্রবারেই তাদের কাশিপুর আদালতে তোলা হয়েছিল। বৃহস্পতিবার তৃণমূল আইএসএস সংঘর্ষ এবং বোমাবাজিতে একজন শিশুসহ আহত হয়েছেন মোট সাতজন। তাদের মধ্যে একজন তৃণমূল কর্মীর দুই পা ঝলসে গিয়েছে। আহতদের  মধ্যে পাঁচজন এই মুহূর্তে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছে কলকাতার পিজি হাসপাতালে।

গত রাতে বোমা বিস্ফোরণের ঘটনায় আহত হওয়ার পরআশঙ্কাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে প্রথমেই নিয়েই যাওয়া হয়েছিল জিরানগাছা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে।  তবে অবস্থার অবনতি হতে থাকায় পরে তাদের কলকাতার পিজি হাসপাতালে নিয়ে আসা হয়। এদিনের গোটা ঘটনায় আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির গ্রেফতারির দাবি তুলে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার অভিযোগ করেছেন, ‘রাজনৈতিকভাবে না পেরে পঞ্চায়েত নির্বাচনের মতো সন্ত্রাস তৈরি করছে নওশাদ সিদ্দিকি।’

আরও পড়ুন: এক যাত্রায় পৃথক ফল অভিষেকের! তৃণমূলের নবীন-প্রবীণ দ্বন্দ্বে কল্যাণের সাথে নাম জুড়লো সুদীপ-সৌগতের

যদিও এদিনের এই গোটা ঘটনায় ক্যানিং পূর্বের বিধায়ক শওকাত মোল্লার (Saokat Molla) দিকেই অভিযোগের আঙুল তুলেছেন ধৃত আইএসএফ কর্মী নাসিরউদ্দিন শেখের স্ত্রী তাঞ্জিনা বিবি। এদিন কাশিপুর থানার বাইরে দাঁড়িয়েই ভাঙড়ের বোমা বিস্ফোরণের ঘটনার নেপথ্য কারণ জানিয়ে এক চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেন তিনি।

Bhangar

এদিনের ঘটনার প্রত্যক্ষদর্শী তাঞ্জিনা বিবির বিস্ফোরক অভিযোগ, ‘এটা পুরো ষড়যন্ত্র করে করা হয়েছে। এর গোটাটার পিছনে শওকত মোল্লার হাত রয়েছে। ওর বুদ্ধিতে হয়েছে। শুরুতেই বোম মেরে মিছিল শুরু করেছিল। মেশিন ছিল ওদের হাতে। আমার বাড়ি রাস্তার ওপরে। তৃণমূল কর্মীদের লুঙ্গির ভিতর বোমা ছিল। ওরা মদ খেয়ে নাচ করছিল। সে সময় লুঙ্গির কোচ খুলে যায়। বোম নীচে পড়ে ফেটে নিয়ে জখম হয় নিজেরাই।’

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর