‘তুই মরলে গোলাপ দিয়ে আসব”, প্রেম দিবসে স্ত্রীর ইচ্ছা পূরণে ভয়ঙ্কর পরিণতি স্বামীর

বাংলা হান্ট নিউজ ডেস্ক: সোমবার গোটা পৃথিবী উদযাপন করেছে প্রেমদিবস। প্রত্যেক প্রেমিক প্রেমিকার নিজের মনের মতো করে সময় কাটিয়েছেন নিজেদের ভালোবাসার মানুষের সাথে। গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে বয়ে গেছে ভালোবাসার বন্যা। তবে এই প্রেম দিবসেই ঘটে গেছে এক মর্মান্তিক দুর্ঘটনা। ভ্যালেন্টাইন্স-ডের দিনই এক যুবকের স্ত্রী তার মৃত্যু কামনা করেছিল। তাই নিজের ভালোবাসার মানুষকে নিজের ভালোবাসার প্রমাণ দিতে আত্মঘাতী হলেন ভাঙড়ের কাশিপুর থানার পোলেরহাট ঘোষপাড়া এলাকার এক যুবক।

জানা গিয়েছে যে মৃত ওই প্রেমিকের নাম রাজা ঘোষ। রাজার পরিবার মারফত পাওয়া খবর অনুযায়ী দীর্ঘ পাঁচ বছর প্রেম করে নিজের প্রেমিকা মন্দিরা ঘোষকে বিয়ে করেছিলেন রাজা। বিয়ের সময় দুজনেই খুব খুশি ছিলেন। কিন্তু রাজার পরিবার জানায় তাদের দুজনের বিবাহের এক বছরের মধ্যেই অন্য একজন পুরুষের সাথে সম্পর্ক তৈরি করেন তাঁর মন্দিরা। স্বাভাবিকভাবেই বিষয়টি মেনে নিতে পারেননি রাজা। এবার সেই নিয়ে তাদের মধ্যে ঝগড়া-অশান্তি আরম্ভ হয়। পরে সব দিক বুঝে মন্দিরা এবং রাজা ঠিক করেন দু’জন একে অপরের থেকে আলাদা হয়ে যাবেন।

এরপর সেই প্রক্রিয়া সম্পন্ন করতে দুই পরিবারকেও এক জায়গায় বসতে হয়। অবশ্য ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পরেও দুজনের মধ্যে যোগাযোগ বন্ধ হয়নি। রাজার পরিবারের দাবি করেছে যে মন্দিরাকে বিচ্ছেদের পরেও আগের মতোই ভালোবাসতো রাজা। সোমবার সকালেও দুজনের মধ্যে কথা হতে হতে আচমকাই বড় ঝামেলা হয়ে যায়। রাজার পরিবার জানিয়েছে সেই সময় ঝগড়ার মধ্যে মন্দিরা রাজাকে বলে যে সে মারা গেলে তার মৃতদেহে গোলাপ দিতে আসবে। আর ঝোঁকের বসে মন্দিরার সেই কথা রাখতেই আত্মহত্যা করেছে রাজা।

রাজার মা জানিয়েছেন যে ছেলে বিচ্ছেদের মামলা চলাকালীনও মন্দিরার সাথে একাধিকবার দেখা করেছে এবং ঝগড়ার মধ্যে আবেগে ভেসে গিয়েছিল তার ছেলে। ইতিমধ্যেই কাশিপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর পর রাজার পরিবারের সদস্যরা মন্দিরার শাস্তি চেয়ে থানায়ও গিয়েছে বলে জানিয়েছেন।

Reetabrata Deb

সম্পর্কিত খবর