সবজি বিক্রি করে চালাতেন সংসার, লটারি কেটে রাতারাতি কোটিপতি ভাঙড়ের যুবক

Published On:

বাংলাহান্ট ডেস্ক : রাতারাতি লটারির (Lottery) টিকিট কেটে কোটিপতি হলেন এক যুবক। এর আগে যে তিনি লটারির টিকিট কেটে লাভবান হননি এমনটা নয়, তবে ভাগ্যদেবী খুব একটা প্রসন্ন ছিলেন না তাঁর ওপর, তাই তিনি কখনো ছয়শো টাকা জিতেছেন আবার কখনো বা জিতেছেন বারশো টাকা। ভাঙরের (Bhangar) শানপুকুর এলাকায় বাস করেন সাদ্দাম হোসেন। সবজির ব্যবসা করে দিন গুজরান করেন তিনি।

সংসারের সকলের দায়িত্ব তাঁর কাঁধেই। বাবা, মা, বোন, স্ত্রী, সন্তানদের নিয়ে তাঁর ভরপুর সংসার। এবং এই বিশাল সংসারের খরচ চালাতেই মাঝে মাঝে কাটতেন লটারির টিকিট। সবজির ব্যবসা করে বা গাড়ি চালিয়ে তো আর সংসার চলে না, তাই মাঝে মধ্যেই দেখা দিতো অভাব। আর তখন তাঁকে খুঁজতে হতো অন্য কোনো কাজের খবর।

অন্যান্য বারের মতোই তিনি এবারেও ভাবেন যে, দেখাই যাক না ভাগ্য পরীক্ষা করে যদি কিছু টাকা পান। সেই ভেবেই তিনি বুধবার কাশীপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে একটি লটারির দোকান থেকে লটারির টিকিট কাটেন। তিনি ভাবতেই পারেননি ভাগ্যদেবী তাঁর ওপর এমন আশীর্বাদ করবেন। আজ অর্থাৎ বৃহস্পতিবার সকালে যখন তিনি লটারির নম্বর মিলিয়ে দেখছিলেন তিনি দেখেন কোটি টাকা জিতেছেন।

Vangar lottery

এই খবর পেয়েই তিনি আনন্দে আত্মহারা হয়ে ওঠেন। গ্রামের মানুষ তাঁর বাড়িতে ছুটে আসেন। সাদ্দাম কখনো ভাবতেই পারেননি যে, তিনি কোটি টাকার লটারি জিতবেন। যখন তাঁর কাছে জানতে চাওয়া হলো তিনি এই টাকা দিয়ে কী করবেন? তিনি বললেন যে, তিনি এই টাকা দিয়ে ব্যবসা করার কথা ভেবেছেন, এবং বাড়িতে তো অবিবাহিতা বোন আছে, তাঁর বিয়ে দেবেন।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X