ভোর তিনটেয় এল ডাক, অম্বানিদের এক ফোনে দুবাইয়ের প্ল্যান ছেড়ে ছুটলেন ভরত জে মেহরা! কিন্তু কোথায়?

বাংলাহান্ট ডেস্ক : আগে থেকে ঠিক করা ছিল প্ল্যান। নববর্ষ উদযাপন করার কথা ছিল দুবাইতে। কিন্তু এক ফোনেই সব প্ল্যান বদলালেন ব্যবসায়ী ভরত জে মেহরা। দুবাইয়ের প্ল্যান বাতিল করে তড়িঘড়ি জামনগর (Ambani) ছুটলেন তিনি। কিন্তু কার ফোন এসেছিল তাঁর কাছে? তাও আবার ভোর তিনটের সময়!

জামনগরে অম্বানিদের (Ambani) বর্ষবরণ অনুষ্ঠানে ভরত

ফোন যাঁরা করেছিলেন তাঁরা দেশের তো বটেই, গোটা বিশ্বের মধ্যে অন্যতম ধনী পরিবার। হ্যাঁ, কথা হচ্ছে অম্বানিদের (Ambani) ব্যাপারে। এবারে জামনগরে রীতিমতো জাঁকজমক করে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন অম্বানিরা। সেখানে উপস্থিত ছিলেন বিনোদন জগৎ, ব্যবসার জগতের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রের নামীদামী ব্যক্তিত্বরা। সেই অনুষ্ঠানেই শেষ মুহূর্তে আমন্ত্রণ পান ভরত জে মেহরা।

Bharat j mehra got a call from ambani at 3 am

ভিডিওতে কী জানালেন ব্যবসায়ী: সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে ভরত জানান, দুবাইতে নববর্ষ উদযাপনের পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু অম্বানিদের (Ambani) জামনগরের অনুষ্ঠানে শেষ মুহূর্তে আমন্ত্রণ পান তিনি। ভোর তিনটের সময় ফোন আসে তাঁর কাছে। তারপরেই দুবাইয়ের প্ল্যান বাতিল করেন ব্যবসায়ী।

আরো পড়ুন : পাবেন কোটি কোটি টাকা বেতন! Apple-এর শীর্ষপদে ভারতীয় বংশোদ্ভূত কেভান পারেখ, চমকে দেবে পরিচয়

অনুষ্ঠানের ছবি ভাইরাল নেটপাড়ায়: ভিডিওতে তিনি বলেন, জামনগরে তিনি ২-৩ দিন থাকবেন। অনুষ্ঠান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ফিরে আসবেন। উল্লেখ্য, ভরতের সঙ্গে ছিলেন অভিনেতা সঞ্জয় দত্তও। তিনিও উপস্থিত ছিলেন অম্বানিদের (Ambani) বর্ষবরণের পার্টিতে। ওই অনুষ্ঠান থেকে বেশ কিছু ছবি শেয়ার করেছেন ভরত জে মেহরা। নীতা অম্বানির পাশাপাশি দুই ভাই আকাশ এবং অনন্তের সঙ্গেও পোজ দিতে দেখা গিয়েছে তাঁকে। একটি ছবিতে দেখা যায়, অনন্ত আদর করে গাল টিপে দিচ্ছেন ভরতের।

আরো পড়ুন : হাবুডুবু খাচ্ছেন প্রেমে, বিয়ের প্ল্যানও তৈরি? দিতিপ্রিয়া বললেন, ‘মন দিয়ে করলে…’

প্রসঙ্গত, অম্বানিদের (Ambani) সঙ্গে বেশ ঘনিষ্ঠ সম্পর্ক ভারত জে মেহরার। এর আগে অনন্ত অম্বানির জন্মদিনে তাঁকে দেওয়া উপহারের সঙ্গে ছবি শেয়ার করেছিলেন তিনি। জামনগরে এবার ধুমধাম করে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন অম্বানিরা। বলিউডেরও বহু জনপ্রিয় তারকারা উপস্থিত হয়েছিলেন ওই অনুষ্ঠানে।

 

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর