বাবার আদুরে মেয়ে, আর্যার শেখানোতেই ট্রেন্ড মেনে নাচলেন জয়শ্রী-ভরত

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বাংলা বিনোদন ইন্ডাস্ট্রির অন‍্যতম পরিচিত মুখ ভরত কল (bharat kaul)। অবাঙালি হয়েও দাপটের সঙ্গে কাজ করছেন বাংলা ভাষার ছবি, সিরিয়ালে। তাঁর মুখে বাংলা কথা শুনে একথা বুঝতে পারা কঠিন। বিয়েও করেছেন ইন্ডাস্ট্রিরই সদস‍্য জয়শ্রী মুখোপাধ‍্যায়কে (jayasree mukherjee)। তিনিও অভিনয় জগতের পরিচিত মুখ। স্ত্রী, ছোট মেয়েকে নিয়ে ভরা সংসার ভরতের।

তিনি নিজে এখন খুব একটা সক্রিয় থাকেন না সোশ‍্যাল মিডিয়ায়। তবে স্ত্রী জয়শ্রী কিন্তু টুকটাক ছবি, ভিডিও শেয়ার করতেই থাকেন নেটমাধ‍্যমে। বেশিরভাগ ভিডিওই মেয়ে আর্যা কলকে ঘিরে। এই ছোট্ট বয়সেই বেশ তুখোড় হয়ে উঠেছে সে সোশ‍্যাল মিডিয়ায়। নিজের ইনস্টাগ্রাম হ‍্যান্ডেল না থাকলেও মায়ের সঙ্গে দিব‍্যি রিল ভিডিও বানায় আর্যা।


সম্প্রতি সোশ‍্যাল মিডিয়ায় ভাইরাল ট্রেন্ড ‘শাট আপ অ্যান্ড বেন্ড’ এর সঙ্গে একটি ভিডিও বানিয়েছে ছোট্ট আর্যা। সঙ্গে বাবা মা ভরত ও জয়শ্রীকেও নাচিয়েছে সে। নবমী স্পেশ‍্যাল ভিডিওটি নিজের ইনস্টা হ‍্যান্ডেলে শেয়ার করেছেন জয়শ্রী। জানিয়েছেন, মেয়ে আর্যাই নাচ শিখিয়েছেন তাঁদের। ভিডিও শেয়ার হতেই হিট‌। বাবা, মা, মেয়ে তিনজনের নাচই জমে গিয়েছে, প্রশংসায় ভরিয়েছে নেটিজেনরা।

https://www.instagram.com/reel/CVA3Xh3Jaww/?utm_medium=copy_link

২০১৫ তে বিয়ের পিঁড়িতে বসেছিলেন ভরত ও জয়শ্রী। তিন ধাপে হয়েছিল তাঁদের বিয়ে। প্রথমে ৯ জুলাই বাগদান, ১৬ সেপ্টেম্বর আইনি বিয়ে আর তারপর ২৬ অক্টোবর সামাজিক ভাবে বাঙালি মতে বিয়ে। ভরত কাশ্মীরি ব্রাহ্মণ। দিকে ভাষা, জাতের বেড়া আলাদা করতে পারেনি তাঁদের।

অনেকদিন ধরেই একে অপরকে চেনেন জয়শ্রী ভরত। একসঙ্গে কাজও করেছেন। এর আগে ভরত জানিয়েছিলেন, দুই পরিবারের তরফে সম্মতি পেতেই তাঁর মনে হয়েছিল এবার জয়শ্রীর দায়িত্ব নিতে তৈরি তিনি। কিন্তু জয়শ্রী নিজে নাকি তাঁর থেকেও বেশি দায়িত্ববান। গত বছর একসঙ্গে করোনা আক্রান্ত হয়েছিলেন জয়শ্রী ও ভরত। সুস্থ হয়ে নিজের জন্মদিনে অভিনেতা জানিয়েছিলেন মেয়ের জন‍্য আরো অন্তত ১৮ বছর বাঁচতে চান তিনি।

সম্পর্কিত খবর

X