বাংলাহান্ট ডেস্ক: জন্মসূত্রে কাশ্মীরি, হিন্দিটাও দারুন বলেন। কিন্তু বাংলাকে ভালবেসে, বাংলা ইন্ডাস্ট্রিতেই কাটিয়ে দিলেন অভিনেতা ভরত কল (Bharat Kaul)। টকটকে গায়ের, লম্বা চেহারা নিয়ে বেশিরভাগ সিরিয়ালে তিনি খলনায়ক। আভিজাত্য উপচে পড়ছে। তেমনি বিতর্কও কম নেই তাঁর নামে। তাঁর ব্যক্তিগত জীবন বারংবার উঠে এসেছে নামজনতার আতশ কাঁচের তলায়, হয়েছে কাটাছেঁড়া। নিজের সাম্প্রতিক জন্মদিনে ভরতের বক্তব্য, কাকও কাকের মাংস খায়!
এ বছর জন্মদিনটা ভাল, খারাপ মিশিয়ে কেটেছে ভরতের। তিনি সক্রিয় ভাবে যুক্ত তৃণমূলের সঙ্গে। সেই ২০০১ সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সমর্থক ভরত। প্রচারেও অংশ নিয়েছেন। ২০২১ এ আনুষ্ঠানিক ভাবে যোগ দিয়েছেন দলে। আর এ বছরেই প্রথম জন্মদিনে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা দেওয়া চিঠি পেয়েছেন ভরত। নতুন মাত্রা পেয়েছে তাঁর বিশেষ দিনটা।
কিন্তু শুভেচ্ছা বার্তাটা যেন একটু অন্যরকম। সংবাদ মাধ্যমের হয়ে কলম ধরে ভরত জানালেন, শুভেচ্ছাতেও যেন মুখ্যমন্ত্রীর দুশ্চিন্তা মিশে ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করায় ‘চটিচাটা’ কটাক্ষ শুনেছেন ভরত। তবুও তাঁর স্পষ্ট কথা, দিদি যতদিন আছেন ততদিন তাঁর পাশেই থাকতে চান। তাঁর কাজের অংশ হতে চান।
পাশাপাশি নাম না করে এক সহকর্মীকেও কটাক্ষ করেছেন ভরত, যিনি পার্থ-অর্পিতা কাণ্ডের পর নেটমাধ্যমে বলেছেন, ‘এমন আরো বহু অভিনেত্রী আছেন। নাম জানি, বলব?’ তাঁর উদ্দেশে ভরতের প্রশ্ন, অর্পিতা কটা কাজ করেছেন? তাঁকে কেউ চিনেও তিনি অভিনেত্রী? ভরতের কটাক্ষ, সহ অভিনেতা অভিনেত্রীদের যিনি কটাক্ষ করছেন তিনি বাম সমর্থক। কিন্তু ওটা নাকি শিক্ষিতর মঞ্চ। আর তৃণমূল সমর্থক মানেই ‘চটিচাটা’!
প্রধানমন্ত্রীর প্রতি সম্মান, শ্রদ্ধা রেখেই ভরত বলেছেন, মুখ্যমন্ত্রীও রাজ্যের রক্ষাকর্তা। তিনি অন্যায় বরদাস্ত করেন না। প্রকৃত দোষী যে সে শাস্তি পাবেই। দুর্নীতিও আর হবে না, অগাধ বিশ্বাস রয়েছে ভরতের।