টলিউডের একমাত্র কাশ্মীরি পণ্ডিত, এখনো বাংলা লিখতে-পড়তে জানেন না ভরত কল

বাংলাহান্ট ডেস্ক: অভিনয় জগতে নাকি কেউ কারোর আপনার নয়। ইঁদুর দৌড়ে অন্যের কথা ভাবেই না কেউ। এই অপবাদ মিথ্যে করে দিয়েছেন অভিনেতা ভরত কল (Bharat Kaul)। যেসব তরুণ তরুণীরা অভিনয় শিখতে চান তাদের কথা ভেবে এক ইনস্টিটিউট খুলতে চলেছেন তিনি। বিভিন্ন সিরিয়ালে কাস্টিং তিনি আগে থেকেই করতেন, এবার নবাগতদের হাতে কলমে শেখানোর ব্যবস্থা করতে চলেছেন ভরত।

নিজের নামে একটি ইনস্টিটিউট খুলতে চলেছেন তিনি। নাম ভরত কল ইনস্টিটিউট অফ পারফর্মিং আর্টস। ঠিকানা যোধপুর পার্ক ৯৫ পল্লীর পুজোর পাশেই একটি বাড়িতে খুলতে চলেছে এই ইনস্টিটিউট। আগামী ১০ অক্টোবর থেকে শুরু হয়ে যাবে ক্লাস। সংবাদ মাধ্যমকে ভরত জানান, অডিশনের মাধ্যমে ৪০ জন ছাত্রছাত্রীদের বেছে নেওয়া হবে। অভিনয় শেখানোর পাশাপাশি গ্রুমিংও করানো হবে তাদের।

Bharat kaul
শিক্ষক শিক্ষিকাদের মধ্যে থাকছেন সপ্তর্ষি রায়, অনিন্দিতা সর্বাধিকারী, সোহাগ সেন, সোহিনী সেনগুপ্ত, তপস্যা দাশগুপ্তের মতো অভিনেতা অভিনেত্রীরা। ভরত একাধিক সিরিয়ালে এগজিকিউটিভ প্রোডিউসার হিসাবে কাজ করেন। অভিনেতা অভিনেত্রীদের কাস্টও করেন তিনি।

নিজের অভিজ্ঞতা দিয়ে ভরত কল বলেন, তিনি যখন অভিনয় জগতে এসেছিলেন তখন তাঁকে পথ দেখানোর  মতো কেউ ছিল না। তিনি থিয়েটারেও অভিনয় করেননি কোনোদিন। নিজের সিনিয়র অভিনেতাদের দেখে দেখে কাজ শিখেছিলেন। উপরন্তু ভরত টলিউড ইন্ডাস্ট্রির একমাত্র কাশ্মীরি পণ্ডিত। বাংলা জানতেন না তিনি।

তিনি জানান, ৩০ বছর অভিনয় করেও এখনো বাংলা পড়তে বা লিখতে তিনি পারেন না। অথচ এখন তাঁর বাংলা শুনে বোঝা মুশকিল যে তিনি অবাঙালি। ভরত জানান, ইনস্টিটিউটে তাঁর ক্লাসের নাম ‘ফাইটিং দ্য অডস’। নিজের অভিজ্ঞতা থেকে তিনি শেখাবেন কীভাবে দুর্বলতাটাকেই শক্তি করে তুলতে হয়।


Niranjana Nag

সম্পর্কিত খবর