“ভারত” ছবির রেশ কাটতে কাটতেই প্রকাশ‍্যে এলো সলমন খানের আগামী বছর ইদে মুক্তি পেতে চলা ছবির নাম

বাংলা hunt ডেস্ক : ইতিমধ্যে বড়োপর্দায় রমরমিয়ে চলছে সলমন খানের এবছর ইদে মুক্তি পাওয়া ছবি ” ভারত ” ।সেই ছবি দেখতে প্রেক্ষাগৃহে এখন ভিড় জমেছে সাধারন মানুষের।এরই মাঝে প্রকাশ‍্যে এলো সলমনের পরের বছর ইদে মুক্তি পেতে চলা ছবির নাম। ” ইনশাল্লাহ ” নামের ছবি দর্শকদের উপহার দিতেআগামী বছর ইদে।প্রসঙ্গত, এইছবির মধ্যে দিয়ে দীর্ঘ সময় বাদে ফের এক সাথে কাজ করতে চলেছেন পরিচালক সন্জয় লীলা বনশালী এবং সলমন খান।

প্রসঙ্গত, বুধবার, ইদের দিন মুক্তি পেয়েছে বলিউড সুপারস্টার সলমন খানের ছবি ” ভারত ” । ছবির ট্রেলার মুক্তির পর থেকেই সকল সলমন ভক্তদের মনে এই ছবি ঘিরে তৈরী হয়েছিল তীব্র উৎসাহের।গতদিন সেই ছবির প্রিমিয়ার উপলক্ষে হাজির হয়েছিলেন সলমন সহ ছবির বাকী কলাকূশলীরা।স্বয়ং ভাইজান আসছেন ,তাই স্বাভাবিক ভাবেই এদিন হলে এদিন ভিড় ছিলো চোখে পড়ার মতো।

সলমন আসছেন তাই স্বাভাবিক ভাবেই নিরাপত্তার মাত্রা ছিলো কঠিন।এদিন ভিড় নিয়ন্ত্রণ করা কালীন একজন বাচ্চার সাথে দুর্ব্যবহার করেন নিরাপত্তারক্ষী।বিষয়টি নজরে আসতেই মেজাজ হারান সলমন।সপাটে চড় মারেন সেই নিরাপত্তারক্ষীকে।

6ad0c img 20190607 wa0309পরবর্তী সময়ে সেই ভিডিও ভাইরাল হয়েছিলো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে।

সম্পর্কিত খবর