বাংলাহান্ট ডেস্ক : সম্প্রতি দেশের প্রতিটি বেসরকারি টেলিকম সংস্থা দাম বাড়িয়েছে রিচার্জ প্ল্যানের। তারপর থেকেই অনেকে নিজেদের নম্বর পোর্ট করার আগ্রহ দেখিয়েছেন বিএসএনএলে (Bharat Sanchar Nigam Limited)। সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল এখনো পর্যন্ত রিচার্জের দাম পরিবর্তন করেনি।
এই অবস্থায় অনেকেই সোশ্যাল মিডিয়ায় বিএসএনএলের (Bharat Sanchar Nigam Limited) পাশে দাঁড়ানোর আওয়াজ তুলেছেন। সরকারি টেলিকম সংস্থা বিএসএনএলের একাধিক সস্তার রিচার্জ প্ল্যান রয়েছে। তাই অনেকেই রয়েছেন যারা বিএসএনএলের (BSNL) সংযোগ নিচ্ছেন।
বিএসএনএলের (Bharat Sanchar Nigam Limited) দুটি সস্তার রিচার্জ প্ল্যান
আমরা প্রথমেই যে প্ল্যানটি সম্পর্কে আলোচনা করব সেটি ২২৯ টাকার। এই রিচার্জ (Recharge Plan) প্ল্যানের বৈধতা ২৮ দিন। গ্রাহকরা এতে পেয়ে যাবেন প্রতিদিন ২ জিবি করে ডেটা। পাশাপাশি থাকবে আনলিমিটেড ফোন কলসের সুযোগ। বিএসএনএলের (Bharat Sanchar Nigam Limited) অপর একটি রিচার্জ প্ল্যান হল ১৯৭ টাকার।
আরোও পড়ুন : বাহা থেকে লবঙ্গ! কোথায় হারিয়ে গেলেন বাংলা সিরিয়ালের এই ৪ জনপ্রিয় অভিনেত্রী? রইল খবর
গ্রাহকরা এই রিচার্জে পেয়ে যাবেন ৭০ দিনের বৈধতা। যে গ্রাহকরা কম খরচে বেশিদিন ইনকামিং কল ফোনে সক্রিয় রাখতে চান তাদের জন্য এই রিচার্জ প্ল্যানটি সহায়ক হতে পারে। এই রিচার্জে গ্রাহক পেয়ে যাবেন প্রতিদিন ২ জিবি করে ডেটা। তবে প্রথম ১৮ দিনের জন্য প্রতিদিন ২ জিবি করে ডেটার সুবিধা দেওয়া হবে।
তার সাথে থাকছে আনলিমিটেড ফোন কলস (Unlimited Calls) করার সুযোগ। আনলিমিটেড ফোন কলসের বৈধতাও প্রথম ১৮ দিন। এছাড়াও ১৮ দিনের জন্য প্রতিদিন ১০০টি করে এসএমএস পাঠাতে পারবেন গ্রাহক। তবে রিচার্জের দিন থেকে ৭০ দিন পর্যন্ত গ্রাহক ইনকামিং কল রিসিভ করতে পারবেন।