Jio, Airtel এর দাদাগিরি শেষ! দেশজুড়ে BSNL বসাচ্ছে ১০ হাজার টাওয়ার

বাংলাহান্ট ডেস্ক : ক্রমশ নিজেদের জমি শক্ত করছে সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল (Bharat Sanchar Nigam Limited)। রাষ্ট্রায়ত্ত এই টেলিকম সংস্থা 4G নেটওয়ার্ক ইনস্টলেশন নিয়ে অগ্রগতি দেখিয়েছে। তবে ফাইভ-জি পরিষেবা কবে থেকে শুরু হবে তা নিয়ে জল্পনা অব্যাহত রয়েছে। গত ৩ জুলাই থেকে সমস্ত রিচার্জ প্যাকের দাম বৃদ্ধি করেছে জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া।

Jio, Airtel কে পথে বসাতে তৈরি BSNL

এই আবহে রিচার্জ প্যাকের দাম একই রেখেছে বিএসএনএল। সূত্রের পাওয়া খবর অনুযায়ী, 4G পরিষেবা আরো বিস্তৃত করতে বিএসএনএল গোটা দেশজুড়ে ১০০০০ ফোরজি টাওয়ার বসিয়েছে। বিএসএনএল এই নেটওয়ার্ক পরিকাঠামো গড়ে তুলছে আত্মনির্ভর ভারত অভিযানের অধীনে। গোটা দেশে নতুন দশ হাজার টাওয়ার ইনস্টলেশনের ফলে ফোরজি পরিষেবা আরো উন্নত হবে।

আরোও পড়ুন : গালে আলতো করে চুমু! বিদেশে কার সঙ্গে ঘনিষ্ঠ হলেন অরিজিৎ? ছবি ভাইরাল হতেই শোরগোল!

গত এপ্রিল মাস পর্যন্ত গোটা দেশ জুড়ে বিএসএনএলের (Bharat Sanchar Nigam Limited) 4জি টাওয়ারের সংখ্যা ছিল ৩৫০০ টি মতো। সেই টাওয়ার ক্যাপাসিটি বৃদ্ধি করে দশ হাজার করা হয়েছে। দীর্ঘদিন ধরেই বিএসএনএল চাইছে 4G পরিষেবা শুরু করার। তবে উপযুক্ত পরিকাঠামো অভাবে সেই কল্পনা বাস্তবায়িত হচ্ছিল না।

আরোও পড়ুন : সামাজিক বিয়ের আগেই ডিভোর্স অর্ণব-ইপ্সিতার! হঠাৎ কী হল? ফাঁস করলেন অভিনেতা

বিএসএনএল এই সংক্রান্ত একটি পোস্ট করেছে এক্স হ্যান্ডেলে। সেখানে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে দশ হাজার 4G টাওয়ার বসানোর বিষয়টি নিয়ে। পাশাপাশি এই পরিকাঠামো যে আত্মনির্ভর ভারত অভিযানের অধীনে গড়ে তোলা হয়েছে সেটিও বলা হয়েছে এই পোস্টে। বিএসএনএল লক্ষ্যমাত্রা নিয়েছে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে 4G পরিষেবা পৌঁছে দেওয়ার।

Get unlimited calling for 65 days through this BSNL plan

একটি প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিক পর্যায়ে ফোরজি পরিষেবার জন্য উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলা হয়েছে হরিয়ানা, পঞ্জাব, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এবং পূর্ব উত্তর প্রদেশের মতো রাজ্যগুলিতে। সেই লক্ষ্যেই বিএসএনএল (Bharat Sanchar Nigam Limited) উন্নত পরিকাঠামো তৈরি করে তাদের 3G গ্রাহকদের 4G পরিষেবায় আনতে চাইছে। সেই সঙ্গে জিও (Reliance Jio) আর এয়ারটেলকেও টেক্কা দিতে চাইছে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর