আরেব্বাস! ৫ মাসের বৈধতার সাথে রোজ ২ GB ডেটা! খেল দেখাচ্ছে BSNL’র নতুন প্ল্যান

বাংলাহান্ট ডেস্ক : জিও, এয়ারটেল এবং ভিআইয়ের ট্যারিফ প্ল্যানেরর দাম বৃদ্ধি পাওয়ার পরপরই সরকারি টেলিকম সংস্থা বিএসএনএলের (Bharat Sanchar Nigam Limited) দিকে ঝুঁকেছেন গ্রাহকরা। গ্রাহকদের অতি কম খরচে দুর্দান্ত রিচার্জ প্ল্যান অফার করে থাকে সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল (Bharat Sanchar Nigam Limited)। এবার এই সরকারি টেলিকম সংস্থা রিচার্জের নতুন প্ল্যান লঞ্চ করেছে বলে জানা গিয়েছে।

বিএসএনএলের (Bharat Sanchar Nigam Limited) রিচার্জ প্ল্যান

নতুন প্ল্যানে গ্রাহকরা পাবেন ৩২০ জিবি ডেটা। এই প্ল্যানের দাম হল ৯৯৭ টাকা। বিএসএনএলের (Bharat Sanchar Nigam Limited) ৯৯৭ টাকা রিচার্জ প্ল্যানের ১০৭ দিন অর্থাৎ পাঁচ মাসের ভ্যালিডিটি দেওয়া হয়। পাশাপাশি প্রতিদিন গ্রাহকরা পাবেন দুই জিবি করে ডেটা। পুরো ভ্যালিডিটিতে সবমিলিয়ে ৩২০ জিবি ডেটা ব্যবহার করতে পারবেন গ্রাহকরা এছাড়াও প্রতিদিন ১০০ টি এসএমএসের সুবিধা পাবেন।

আরোও পড়ুন : ‘এত বোকা কথা ওঁনার থেকেই আশা করা যায়’! RG Kar কাণ্ডে মমতাকে বিঁধলেন রুপা

থাকছে আনলিমিটেড ভয়েস কলিং সুবিধা। শুধু তাই নয়, এর পাশাপাশি ভারত সঞ্চার নিগম লিমিটেডের (Bharat Sanchar Nigam Limited) এই প্ল্যানে জাতীয় রোমিং এবং হার্ডি গেমস সহ জিং মিউজিক এবং BSNL টিউনসের মতো পরিষেবা দেওয়া হবে একেবারে বিনামূল্য। যে সকল গ্রাহকরা ইন্টারনেট সংযোগের পাশাপাশি বিনোদন দুটি একসাথে চান তাদের জন্য দুর্দান্ত বিকল্প হতে পারে এই প্ল্যান।

BSNL1

আগামী ১৫ই অক্টোবর 4G পরিষেবা চালু করার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে চলেছে বিএসএনএল। ইতিমধ্যেই প্রায় ২৫,০০০ 4G সাইট লাগিয়ে ফেলেছে এই সরকারি টেলিকম সংস্থা। একাধিক সার্কেলে পরিষেবার ট্রায়াল ফেজ চলছে। ইতিমধ্যেই গ্রাহকদের 4G সিম কার্ড দিচ্ছে কোম্পানি। দিল্লি এবং মুম্বাইতে 4G পরিষেবা চালু করার পর ধীরে ধীরে সারাদেশ জুড়ে বিস্তৃত হবে বিএসএনএলের (BSNL) 4G পরিষেবা।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর