বাংলা হান্ট ডেস্ক: সময়ের সাথে পাল্লা দিয়ে এখন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL (Bharat Sanchar Nigam Limited)-এর ব্যবহারকারীর সংখ্যা। মূলত, প্রাইভেট টেলিকম সংস্থাগুলির রিচার্জ প্ল্যানের তুলনায় BSNL-এর প্ল্যানগুলি সস্তা হওয়ার জন্য গ্রাহকরা বেশি করে যুক্ত হচ্ছেন এই টেলিকম সংস্থার সাথে। এদিকে, গ্রাহকদের সঠিক পরিষেবা প্রদানের লক্ষ্যে একের পর এক বড় পদক্ষেপ গ্রহণ করছে BSNL। ঠিক এই আবহেই এবার একটি গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে।
বড় পদক্ষেপের পথে BSNL (Bharat Sanchar Nigam Limited):
জানিয়ে রাখি যে, ইতিমধ্যেই গতবছরের সেপ্টেম্বরে 4G নেটওয়ার্ক শুরু করেছিল BSNL (Bharat Sanchar Nigam Limited)। এই বছরের অক্টোবরের শেষ নাগাদ, ৫০ হাজারেরও বেশি 4G সাইট ইনস্টল করা হয়েছে এবং এর মধ্যে ৪১,৯৫৭ টি সাইট অন-এয়ার হয়েছে। সংসদে এই তথ্য জানানো হয়েছে। এদিকে, BSNL 5G নেটওয়ার্কেও দ্রুত কাজ করছে। এর পাশাপাশি ট্রায়ালের প্রক্রিয়াও প্রায় শেষের পথে রয়েছে।
BSNL 4G পরিষেবা শুরু হবে: এমতাবস্থায় BSNL (Bharat Sanchar Nigam Limited) 4G এবং 5G পরিষেবা কবে থেকে চালু হবে এই প্রশ্নের উত্তর সবাই জানতে চাইছেন। যেটির পরিপ্রেক্ষিতে জানা গিয়েছে যে, আত্মনির্ভর ভারত উদ্যোগের কথা মাথায় রেখেই পুরো নেটওয়ার্ক তৈরি করা হচ্ছে। ইতিমধ্যেই দেশজুড়ে 4G সাইটের কাজ খুব দ্রুত গতিতে চলছে। এরই মধ্যে বেশিরভাগ জায়গায় এই কাজ শেষ হয়েছে। ET-র রিপোর্ট অনুসারে, 4G সাইটস সরবরাহ ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল। পরিসংখ্যান অনুযায়ী ৩১ অক্টোবর, ২০২৪ পর্যন্ত মোট ৫০,৭০৮ টি 4G সাইট ইনস্টল করা হয়েছে। যেখানে ৪১,৯৫৭ টি সাইট অন-এয়ার হয়েছে।
AI চ্যাটবট নিয়েও কাজ চলছে: জানিয়ে রাখি যে, 4G পরিষেবা চালু করার আগে BSNL একটি সম্পূর্ণ কৌশল তৈরি করছে। মূলত, নেটওয়ার্কের ভালো মানের জন্য এবং সঠিকভাবে গ্রাহক পরিষেবা প্রদানের লক্ষ্যেই এই সব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। AI চ্যাটবটের জন্যও কনজিউমার সাপোর্ট আনা হচ্ছে। এজন্য Boston Consulting Group (BCG)-কে দায়িত্ব প্রদান করা হচ্ছে। যেখানে ব্যাখ্যা করা হয়েছে যে, কিভাবে 4G নেটওয়ার্ক বাস্তবায়ন করা যেতে পারে। BSNL-এর মূল লক্ষ হল কম খরচে ভালো নেটওয়ার্ক প্রদান করা।
আরও পড়ুন: দ্বিতীয় টেস্টের আগে টিম ইন্ডিয়ার জন্য সুখবর! দলে এন্ট্রি নিলেন এই দুর্ধর্ষ প্লেয়ার, জমে যাবে খেলা
BSNL 5G: এদিকে BSNL (Bharat Sanchar Nigam Limited) 5G-র কাজও এখন দ্রুত গতিতে চলছে। এই পরিষেবার মাধ্যমে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া নিজে ভিডিও কল করেছেন। এক্ষেত্রে সিন্ধিয়া BSNL 5G নেটওয়ার্ক ব্যবহার করেছিলেন। তবে, এই নেটওয়ার্ক নিয়ে এখন অনেক প্রশ্ন উঠছে। সিন্ধিয়া নিজেই বলেছিলেন যে, “এই নেটওয়ার্ক আনতে অবশ্যই দেরি হয়েছে, তবে আমরা আরও ভালো নেটওয়ার্ক আনতে চাই, যা দ্রুত কাজ করতে সক্ষম হবে এবং ভালো পরিষেবা দেবে।”